রাহানের প্রথম শতকে সিরিজ ভারতের

ইংল্যান্ডকে টানা তৃতীয় ম্যাচে হারিয়ে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ জিতেছে ভারত। অজিঙ্কা রাহানের প্রথম ওয়ানডে শতকের সাহায্যে চতুর্থ ওয়ানডেতে ৯ উইকেটের বিশাল ব্যবধানে জিতেছে অতিথি দলটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Sept 2014, 04:29 PM
Updated : 2 Sept 2014, 04:29 PM

চার ম্যাচ শেষে সিরিজে ভারত ৩-০ ব্যবধানে এগিয়ে আছে। প্রথম ওয়ানডেটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল।

মঙ্গলবার ইংল্যান্ডের করা ২০৬ রান ১৯.৩ ওভার বাকি থাকতেই টপকে যায় ভারত।

বার্মিংহ্যামের এজবাস্টনে টস হেরে ব্যাট করতে নেমে ২৩ রানেই তিন উইকেট হারিয়ে বিপদে পড়ে স্বাগতিক ইংল্যান্ড।

পরে মইন আলির ৬৭ রানের সাহায্যে শুরুর ধাক্কা কাটিয়ে উঠলেও ইনিংসটাকে খুব একটা বড় করতে পারেনি তারা।

৫০ বলের ইনিংসে ৪টি চার ও ৩টি ছক্কা মারেন মইন। দ্বিতীয় সর্বোচ্চ ৪৪ রান করেন জো রুট।

২৮ রানে ৩ উইকেট নিয়ে ভারতের সফলতম বোলার মোহাম্মদ সামি।

জবাবে রাহানে ও শিখর ধাওয়ানের দৃঢ়তায় অনায়াসেই লক্ষ্যে পৌঁছে ভারত। ১৮৩ রানের উদ্বোধনী জুটি গড়ে আউট হন রাহানে। ১০৬ রান করেন তিনি। তার ১০০ বলের ইনিংসটি ১০টি চার ও ৪টি ছক্কায় সাজানো।

আরেক উদ্বোধনী ব্যাটসম্যান ধাওয়ান করেন ৯৭ রান। তার ৮১ বলের ইনিংসে ১১টি চার ও ৪টি ছক্কায় সাজানো।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড: ৪৯.৩ ওভারে ২০৬ (কুক ৯, হেলস ৬, ব্যালান্স ৭, রুট ৪৪, মর্গ্যান ৩২, বাটলার ১১, মইন ৬৭, ওকস ১০, ফিন ২, অ্যান্ডারসন ১*, গার্নে ৩; সামি ৩/২৮, ভুবনেশ্বর ২/১৪, জাদেজা ২/৪০, রায়না ১/৩৬, অশ্বিন ১/৪৮)

ভারত: ৩০.৩ ওভারে ২১২/১ (রাহানে ১০৬, ধাওয়ান ৯৭*, কোহলি ১*; গার্নে ১/৫১)