শিরোপা ধরে রাখতে চান মাশরাফি

ক্রিকেটে চলতি বছরটা ভালো কাটছে না বাংলাদেশের। তবে দেশসেরা পেসার মাশরাফির বিশ্বাস, এশিয়ান গেমসে ক্রিকেটের শিরোপা ধরে রাখতে পারবেন তারা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Sept 2014, 04:29 PM
Updated : 1 Sept 2014, 04:29 PM

শেষ আসরে আফগানিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে বাংলাদেশকে প্রথম সোনা এনে দেন মোহাম্মদ আশরাফুলরা। সেই সাফল্য ধরে রাখতে, মাশরাফিকে অধিনায়ক করে এবারো শক্তিশালী টি-টোয়েন্টি দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সীমিত ওভারের সিরিজ শেষে ওয়েস্ট ইন্ডিজ থেকে সোমবার মাশরাফির সঙ্গে দেশে ফিরেছেন আব্দুর রাজ্জাক, সোহাগ গাজী, তাসকিন আহমেদ ও মোহাম্মদ মিঠুন।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মাশরাফি বলেন, “চোট সমস্যা এখন নেই। পুরো দল এলে অনুশীলন শুরুর পর এ নিয়ে কথা বলা যাবে। এশিয়ান গেমসে প্রত্যাশা অবশ্যই স্বর্ণ।”

ওয়েস্ট ইন্ডিজে দল হিসেবে ভালো করতে না পারায় কোনো জয় আসেনি বলে মনে করেন মাশরাফি।

“আমরা লক্ষ্য অনুযায়ী খেলতে পারিনি। এখনো দুটি টেস্ট ম্যাচ আছে, আশা করি, ওয়েস্ট ইন্ডিজ থেকে দল কিছুটা আত্মবিশ্বাস নিয়ে ফিরবে।”

ওয়েস্ট ইন্ডিজে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নিজেদের পারফরম্যান্সে হতাশ মাশরাফি।

“ওয়েস্ট ইন্ডিজে, কোনো ম্যাচে একটি বিভাগ ভালো করেছে তো আরেকটি একেবারেই বাজে। কখনও বোলাররা সুযোগ তৈরি করে দিয়েছে, কখনও বা ব্যাটসম্যানরা। সবমিলিয়ে আমরা খুবই বাজে খেলেছি।”