টেস্টে সোহাগের জায়গায় ইলিয়াস সানি

অফস্পিনার সোহাগ গাজীর জায়গায় বাংলাদেশের টেস্ট দলে এসেছেন বাঁহাতি স্পিনার ইলিয়াস সানি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Sept 2014, 03:56 PM
Updated : 1 Sept 2014, 03:56 PM

সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিবৃতিতে জানিয়েছে, দলের সঙ্গে যোগ দিতে মঙ্গলবার ঢাকা ছাড়বেন ইলিয়াস।

আগামী শুক্রবার সেন্ট ভিনসেন্টে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে।

টেস্ট দলে না থাকা মাশরাফি বিন মুর্তজা, আব্দুর রাজ্জাক, তাসকিন আহমেদ ও মোহাম্মদ মিঠুনের সঙ্গে সোমবার দেশে ফিরেছেন সোহাগ।

ওয়েস্ট ইন্ডিজ সফরে আম্পায়াররা সোহাগের বোলিং সন্দেহজনক বলায় আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে এই স্পিনারকে বাধ্যতামূলক পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। ইংল্যান্ডের কার্ডিফ মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ে সোহাগের বোলিং অ্যাকশন পরীক্ষা করাতে চায় বিসিবি। তাই যুক্তরাজ্যের ভিসার জন্য আবেদন করতে দেশে ফিরছেন এই অফস্পিনার।

ইলিয়াস হবেন বাংলাদেশ দলে তাইজুল ইসলামের পর দ্বিতীয় বিশেষজ্ঞ স্পিনার। এ পর্যন্ত চারটি টেস্ট খেলেছেন ইলিয়াস, যার শেষটি গত বছর শ্রীলঙ্কার বিপক্ষে।

২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৯৪ রানে ৬ উইকেট নেন ইলিয়াস, যা ছিল অভিষেকে বাংলাদেশের স্পিনারদের মধ্যে সেরা বোলিং। পরের বছর একই প্রতিপক্ষের বিপক্ষে ৭৪ রানে ৬ উইকেট নিয়ে সেই রেকর্ড ভাঙেন সোহাগ।