জিম্বাবুয়ের অস্ট্রেলিয়া বধ

সাম্প্রতিক সময়টা ভালো না গেলেও আবার ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছে জিম্বাবুয়ে। ত্রিদেশীয় সিরিজে সাবেক চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়েছে তারা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 August 2014, 04:06 PM
Updated : 31 August 2014, 04:11 PM

রোববার মাইকেল ক্লার্কের অস্ট্রেলিয়াকে ৩ উইকেটে হারিয়েছে জিম্বাবুয়ে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে এটি জিম্বাবুয়ের দ্বিতীয় জয়। আগের জয়টি এসেছিল ৩১ বছর আগে। ১৯৮৩ সালে বিশ্বকাপের গ্রুপ ম্যাচে অস্ট্রেলিয়াকে ১৩ রানে হারায় তারা।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২০৯ রানের বেশি করতে পারেনি চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। জবাবে দুই ওভার বাকি থাকতেই ৭ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় জিম্বাবুয়ে।

লক্ষ্য তাড়া করতে নেমে ৪২ রানের উদ্বোধনী জুটিতে শুরুটা ভালোই হয় জিম্বাবুয়ের। তবে দুই রানের ব্যবধানে দুইজনই বিদায় নিলে অস্বস্তিতে পড়ে তারা।

তৃতীয় উইকেটে ৫৬ রানের জুটি গড়ে জয়ের আশা বাঁচিয়ে রাখেন হ্যামিল্টন মাসাকাদজা (১৮) ও ব্রেন্ডন টেইলর (৩২)। তবে ছয় রানের মধ্যে মাসাকাদজা, টেইলর ও শন উইলিয়মস ফিরে গেলে আবার চাপে পড়ে জিম্বাবুয়ে।

কিন্তু অধিনায়ক এল্টন চিগুম্বুরা ইতিহাস গড়তে সব দায়িত্ব যেন কাঁধে তুলে নেন। উতসেয়ার সঙ্গে অষ্টম উইকেটে ৫৫ রানের জুটি গড়ে জয় নিয়েই মাঠ ছাড়েন তিনি।

৫২ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলে সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন চিগুম্বুরা। তার ৬৮ বলের ইনিংসটি ৪টি চারে সাজানো। ২৮ বলে ২টি চার ও ১টি ছক্কায় অপরাজিত ৩০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন উতসেয়া।

এর আগে শুরুটা ভালো হয়নি অস্ট্রেলিয়ার। শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় এক সময়ে দলটির সংগ্রহ দাঁড়ায় ৯৭/৫।

একপাশ আগলে রাখা অধিনায়ক মাইকেল ক্লার্ক আহত হয়ে মাঠ ছাড়লে বিপদে পড়ে অস্ট্রেলিয়া। পরে আবার মাঠে নামা ক্লার্ক শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৬৮ রানে।

উইকেটরক্ষক-ব্যাটসম্যান ব্র্যাড হ্যাডিনের ৪৯ ও বেন কাটিংয়ের ২৬ রানের সুবাদে কোনোমতে দুইশ পার হয় অস্ট্রেলিয়ার ইনিংস।

স্বাগতিকদের পক্ষে দুটি করে উইকেট নেন প্রোসপার উতসেয়া, শন উইলিয়মাস ও ডোনাল্ড টিরিপানো।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া: ৫০ ওভারে ২০৯/৯ (ফিঞ্চ ১১, হিউজ ১০, ক্লার্ক ৬৮*, বেইলি ১, ম্যাক্সওয়েল ১৩, মার্শ ১৫, হ্যাডিন ৪৯, ফকনার ০, স্টার্ক ৩, কাটিং ২৬, লিয়ন ৮*; উইলিয়ামস ২/২১, টিরিপানো ২/৩৪, উতসেয়া ২/৪৫, ওয়ালার ১/২১, নিউম্বু ১/৩০)

জিম্বাবুয়ে: ৪৮ ওভারে ২১১/৭ (মায়োয়ো ১৫, সিকান্দার ২২, মাসাকাদজা ১৮, টেইলর ৩২, ওয়ালার ১১, উইলিয়ামস ৪, চিগুম্বুরা ৫২*, টিরিপানো ৩, উতসেয়া ৩০*; লিয়ন ৪/৪৪, স্টার্ক ২/৪১, ম্যাক্সওয়েল ১/৪১)

ম্যাচ সেরা: এল্টন চিগুম্বুরা