আজহারউদ্দিনকে ছুঁলেন ধোনি

ভারতের ক্রিকেট ইতিহাসে একটি রেকর্ডে মোহাম্মদ আজহারউদ্দিনের পাশে নিজের নাম লেখালেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ভারতের অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ওয়ানডে জয়ের রেকর্ডে সাবেক অধিনায়ককে ছুঁয়ে ফেলেছেন তিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 August 2014, 10:12 AM
Updated : 31 August 2014, 10:31 AM

ইংল্যান্ডের বিপক্ষে শনিবার তৃতীয় ওয়ানডে জয় অধিনায়ক হিসেবে ধোনির ৯০তম। আজহারউদ্দিনও অধিনায়ক হিসেবে সমান সংখ্যক জয় পান।

একদিক থেকে ধোনি আজহারউদ্দিনের চেয়েও এগিয়ে। আজহারউদ্দিন ৯০টি জয় পান ১৭৪ ম্যাচে। আর ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেটি ছিল অধিনায়ক ধোনির ১৬১তম ওয়ানডে।

অধিনায়ক হিসেবে ওয়ানডেতে সবচেয়ে বেশি জয়ের বিশ্ব রেকর্ডটি রিকি পন্টিংয়ের। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক তার দলকে ১৬৫টি ম্যাচে জয় এনে দিয়েছিলেন। অধিনায়ক হিসেবে ১০০-এর বেশি ওয়ানডে জেতা অধিনায়ক আর একজনই আছেন-অস্ট্রেলিয়ার অ্যাল্যান বর্ডার।

হতাশাজনক একটি টেস্ট সিরিজ শেষ করার পর ওয়ানডেতে ঘুরে দাঁড়ায় ধোনির ভারত। প্রথম ওয়ানডে বৃষ্টিতে ভেসে যাওয়ার পর দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে জিতে ২-০তে এগিয়ে যায় তারা।