মাশরাফিদের সঙ্গে ফিরছেন সোহাগও

ওয়েস্ট ইন্ডিজে বোলিং অ্যাকশন নিয়ে আপত্তি ওঠায় সোহাগ গাজী বাংলাদেশে ফিরছেন। ১৯ সেপ্টেম্বরের মধ্যে এই অফস্পিনারের বোলিং অ্যাকশন পরীক্ষা করাতে হবে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 August 2014, 03:17 PM
Updated : 29 August 2014, 03:22 PM

ইংল্যান্ডের কার্ডিফ মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ে সোহাগের বোলিং অ্যাকশন পরীক্ষা করাতে চায় বিসিবি। তাই যুক্তরাজ্যের ভিসার জন্য আবেদন করতে দেশে ফিরছেন তিনি।

অন্তত প্রথম টেস্ট পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজে সোহাগকে রাখার পরিকল্পনা ছিল, কিন্তু তার ভিসা আবেদনে দেরি হওয়ার ঝুঁকি নিতে নারাজ বিসিবি।

সীমিত ওভার শেষে দেশে ফিরছেন মাশরাফি বিন মুর্তজা, আব্দুর রাজ্জাক, তাসকিন আহমেদ, মোহাম্মদ মিঠুন। তাদের সঙ্গেই ঢাকায় ফিরবেন সোহাগ।

টেস্ট দলে ডাক পাওয়া তাইজুল ইসলাম, শফিউল ইসলাম, রবিউল ইসলাম ও শুভাগত হোম চৌধুরী এরই মধ্যে ওয়েস্ট ইন্ডিজে পৌঁছেছেন।

প্রধান নির্বাচক ফারুক আহমেদ বলেন, “শুরুতে আমরা চেয়েছিলাম প্রথম টেস্ট খেলে ভিসা আবেদনের জন্য দেশে ফিরুক। তবে ভিসা পেতে অনেক সময় লাগে তাই বোর্ড কোনো ঝুঁকি নিতে নারাজ। সে ওয়ানডে খেলোয়াড়দের সঙ্গে এক-দুই দিনের মধ্যেই ফিরবে।”

সোহাগ না থাকায় বাংলাদেশের টেস্ট দলে বিশেষজ্ঞ স্পিনার থাকছেন কেবল তাইজুল। দুই অফস্পিন অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ আর শুভাগত ছাড়া টেস্টে ব্যবহার করার মতো আর কোনো স্পিনার পাচ্ছেন না মুশফিকুর রহিম।

শনিবার সেন্ট কিটস ও সেন্ট নেভিসের বিপক্ষে একমাত্র তিন দিনের ম্যাচে খেলবে বাংলাদেশ।