উতসেয়ার হ্যাটট্রিক

জিম্বাবুয়ের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ওয়ানডে ক্রিকেটে হ্যাটট্রিক করেছেন প্রোসপার উতসেয়া। শুক্রবার দেশের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই কীর্তি গড়েন তিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 August 2014, 02:11 PM
Updated : 29 August 2014, 02:11 PM

আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সবমিলিয়ে এটা ৩৫তম হ্যাটট্রিক। এ বছর এটাই প্রথম।

জিম্বাবুয়ের পক্ষে প্রথম হ্যাটট্রিক করা বোলার হলেন এডো ব্র্যান্ডেস। ১৯৯৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে দেশের হয়ে ওয়ানডেতে প্রথম হ্যাটট্রিক করেছিলেন তিনি।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে ২৭তম ওভারের শেষ তিন বলে হ্যাটট্রিকটি করেন ২৯ বছর বয়সী উতসেয়া।

দলের জন্য ভয়ঙ্কর হয়ে ওঠা কুইন্টন ডি কককে (৭৬) ওই ওভারের চতুর্থ বলে টেন্ডাই চাতারার ক্যাচ বানিয়ে প্যাভিলিয়নে ফেরান উতসেয়া। পরের দুই বলে আউট করেন রিলি রুশো ও ডেভিড মিলারকে। রুশোর ক্যাচ ধরেন জন নিউম্বু আর মিলারকে এলবিডব্লিউ করেন উতসেয়া।

এর আগে ১৪২ রানের উদ্বোধনী জুটি গড়ে বড় ইনিংসের সম্ভাবনা জাগান হাশিম আমলা (৬৬) ও ডি কক। হ্যাটট্রিক করার আগের ওভারে আমলাকে স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলে দলকে ব্রেক থ্রু এনে দেন উতসেয়াই। পরে আরেকটি উইকেট নিয়ে প্রথমবারের মতো ক্যারিয়ারের পাঁচ উইকেট নেয়ার কৃতিত্ব দেখালেন তিনি।

৩৬ রানে পাঁচ উইকেট নেয়া উতসেয়ার নৈপুণ্যে ২৩১ রানেই অলআউট হয়ে যায় প্রোটিয়ারা।