রায়নার শতকে ভারতের জয়

সুরেশ রায়নার শতকের পর বোলারদের দাপটে দ্বিতীয় ওয়ানডেতে সহজ জয় পেয়েছে ভারত। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডকে ১৩৩ রানে হারিয়েছে তারা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 August 2014, 06:03 PM
Updated : 27 August 2014, 06:03 PM

পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত। বৃষ্টির কারণে পরিত্যক্ত হয় প্রথম ম্যাচটি।

বুধবার কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ৩০৪ রান করে ভারত।

১৯ রানেই দুই উইকেট হারানোয় শুরুটা মোটেও ভালো হয়নি অতিথিদের। তবে রোহিত শর্মা ও অজিঙ্কা রাহানের ৯১ রানের জুটিতে প্রতিরোধ গড়ে ভারত। রোহিতের (৫২) ৮৭ বলের ইনিংসটি ৪টি চার ও ১টি ছক্কা সমৃদ্ধ।

অল্প সময়ের ব্যবধানে রাহানে ও রোহিতের বিদায়ে অস্বস্তিতে পড়ে ভারত। সেখান থেকে দলকে কক্ষপথে ফেরান অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও সুরেশ রায়না। দলের সংগ্রহ তিনশ’ পার হওয়ায় দারুণ অবদান তাদের ১০১ বল স্থায়ী ১৪৪ রানের জুটির।

ম্যাচ সেরা রায়নার (১০০) ৭৫ বলের ইনিংসটি সাজানো ১২টি চার আর ৩টি ছক্কায়। এটি এই বাঁহাতি ব্যাটসম্যানের চতুর্থ শতক। ৫১ বলে ৬টি চারের সাহায্যে ৫২ রান করেন ধোনি।

ইংল্যান্ডের পক্ষে ক্রিস ওকস ৪ উইকেট নেন ৫২ রানে।

ইংল্যান্ডের ইনিংস শুরুর আগে বৃষ্টি নামলে ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ৪৭ ওভারে। ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে স্বাগতিকদের লক্ষ্য দাঁড়ায় ২৯৫ রান।

ব্যাটসম্যানদের ব্যর্থতায় লক্ষ্যের ধারে কাছে যেতে পারেনি ইংল্যান্ড। ৩৮ ওভার ১ বলে মাত্র ১৬১ রানেই অলআউট হয়ে যায় ৩-১ ব্যবধানে টেস্ট সিরিজ জেতা দলটি।

অধিনায়ক অ্যালেস্টার কুক ও অ্যালেক্স হেলসের ৫৪ রানের উদ্বোধনী ভালো সূচনা এনে দিলেও পরের ব্যাটসম্যানদের ব্যর্থতায় দুইশ’ পর্যন্তও যেতে পারেনি দলটি।
সর্বোচ্চ ৪০ রান করেন হেলস।

২৮ রানে ৪ উইকেট নিয়ে ভারতের সফলতম বোলার রবিন্দ্র জাদেজা।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত: ৫০ ওভারে ৩০৪/৬ (রোহিত ৫২, ধাওয়ান ১১, কোহলি ০, রাহানে ৪১, রায়না ১০০, ধোনি ৫২, জাদেজা ৯*, অশ্বিন ১০*; ওকস ৪/৫২, ট্রেডওয়েল ২/৪২)

ইংল্যান্ড: ৩৮.১ ওভারে ১৬১ (কুক ১৯, হেলস ৪০, বেল ১, রুট ৪, মর্গ্যান ২৮, বাটলার ২, স্টোকস ২৩, ওকস ২০, জর্ডান ০, ট্রেডওয়েল ১০, অ্যান্ডারসন ৯*; জাদেজা ৪/২৮, সামি ২/৩২, অশ্বিন ২/৩৮, রায়না ১/১২, ভুবনেশ্বর ১/৩০)।