বিঘ্ন ঘটিয়ে জিম্বাবুয়ে দল থেকে বাদ পানিয়াঙ্গা

ত্রিদেশীয় সিরিজের শুরুতে 'বিঘ্ন ঘটানো' আচরণের জন্য পেসার টিনাশে পানিয়াঙ্গারাকে দল থেকে বাদ দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 August 2014, 01:56 PM
Updated : 27 August 2014, 01:57 PM

জিম্বাবুয়ে ক্রিকেট এক বিবৃতিতে জানায়, জাতীয় দল থেকে বাদ দিয়ে পানিয়াঙ্গারাকে জিম্বাবুয়ে ‘এ’ দলের সঙ্গে অনুশীলন করতে পাঠানো হয়েছে।

২৮ বছর বয়সী এই পেসারকে গত সোমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৯৮ রানে হারের ম্যাচের পুরো ম্যাচ ফি জরিমানাও করে দেশটির ক্রিকেট সংস্থা।

তবে পানিয়াঙ্গারাকে দেয়া শাস্তির পেছনের নির্দিষ্ট কোনো কারণ দেখায়নি জিম্বাবুয়ে ক্রিকেট। বিবৃতিতে শুধু বলা হয়, ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচের আগে পানিয়াঙ্গারার আচরণ দলের প্রস্তুতিতে বিঘ্ন ঘটিয়েছে বলে ডিসিপ্লিনারি কমিটির মনে হয়েছে।

নিয়ম ভাঙার দায়ে এই মাসে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে শাস্তি পেলেন পানিয়াঙ্গারা। এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সময় দলের নিয়ম ভাঙায় অল-রাউন্ডার লুক ইয়োঙিকে জরিমানা করে তারা।