এশিয়ান গেমসে অধিনায়ক মাশরাফি

এশিয়ান গেমস ক্রিকেটে বাংলাদেশ পুরুষ দলের নেতৃত্বে দেশসেরা পেসার মাশরাফি বিন মুর্তজাকে বেছে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 August 2014, 03:27 PM
Updated : 26 August 2014, 03:27 PM

গতবার মোহাম্মদ আশরাফুলের নেতৃত্বাধীন দলটি প্রথমবারের মতো বাংলাদেশকে এশিয়ান গেমসে সোনা এনে দিয়েছিল। সেই সাফল্য ধরে রাখতে এবারও ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে বিসিবি।

আগামী ২৭ সেপ্টম্বর বিয়ে করবেন জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিম। তাই তাকে রাখা হয়নি এশিয়ান গেমসের দলে। তিনি ছাড়া টি-টোয়েন্টি দলের প্রায় সব সদস্যই জায়গা পেয়েছেন এশিয়ান গেমসের দলে।

মঙ্গলবার বোর্ড সভা শেষে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি নাজমুল হাসান মাশরাফিকে অধিনায়ক করার কথা জানিয়ে বলেন, নির্বাচকরা চাইলে অলরাউন্ডার সাকিব আল হাসানকে এশিয়ান গেমসের জন্য বিবেচনায় রাখতে পারেন।

ছয় মাসের জন্য নিষিদ্ধ সাকিবের নিষেধাজ্ঞার মেয়াদ ১৫ সেপ্টেম্বর পর্যন্ত কমিয়ে এনেছে বিসিবি।

১৯ সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়ার ইনচনে শুরু হবে এশিয়ার সেরা প্রতিযোগিতাটি।

এশিয়ান গেমস ক্রিকেটের দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক, ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন, শামসুর রহমান, শুভাগত হোম চৌধুরী, সাব্বির রহমান, মাহমুদুল্লাহ রিয়াদ, নাসির হোসেন, সোহাগ গাজী, আরাফাত সানি, মুক্তার আলী, আল-আমিন হোসেন, তাসকিন আহমেদ।