ভারতের বিপক্ষে হেলসের ওয়ানডে অভিষেক

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের তিন বছর হয়ে গেলেও এখনও টি-টোয়েন্টি ছাড়া কিছুই খেলা হয়নি অ্যালেক্স হেলসের। এবার সে অপূর্ণতা খানিকটা ঘুঁচতে যাচ্ছে ইংল্যান্ডের এই ব্যাটসম্যানের। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে উদ্বোধনী জুটিতে তিনিই হবে অ্যলেস্টার কুকের সঙ্গী।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 August 2014, 06:19 PM
Updated : 24 August 2014, 06:19 PM

রোববার এক সংবাদ সম্মেলনে হেলসকে খেলানোর ব্যাপারে ইংল্যান্ডের অধিনায়ক কুক বলেন, “অ্যালেক্স হেলস আমার সঙ্গে ইনিংস শুরু করবে।”

সোমবার ব্রিস্টলে হবে সিরিজের প্রথম ওয়ানডে।

ক্লাব নটিংহ্যামশায়ারের হয়ে গত মাসে চারটি শতক করা ২৫ বছর বয়সী হেলসের অন্তর্ভুক্তি ইংল্যান্ড দলে ভিন্ন মাত্রার শক্তি যোগ করবে বলেই মনে করেন কুক।

২০১১ সালের অগাস্টে অভিষেকের পর থেকে আক্রমণাত্মক ব্যাটসম্যান হেলস এ পর্যন্ত ৩২ টি-টোয়েন্টি খেলে একটি শতক ও সাতটি অর্ধশতকসহ ৩৭.৮৫ গড়ে এক হাজার ২২ রান করেছেন হেলস। তার স্ট্রাইক রেট ১৩৭.৭৩।

ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও মুগ্ধ হেলসে। টি-টোয়েন্টির অভিজ্ঞতা থেকে জানেন, ইংল্যান্ডকে ওয়ানডেতেও উড়ন্ত সূচনা এনে দিতে পারেন তিনি।