বৃষ্টি সরিয়ে দিল পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ

বৃষ্টির কারণে পাকিস্তান-শ্রীলঙ্কা দ্বিতীয় ওয়ানডের ভেন্যু বদলেছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 August 2014, 10:13 AM
Updated : 24 August 2014, 10:13 AM

টানা ৪৮ ঘণ্টার ভারী বৃষ্টিতে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে পানি জমে গেছে। এখানেই আগামী বুধবার পাকিস্তান-শ্রীলঙ্কার দ্বিতীয় ওয়ানডেটি হওয়ার কথা ছিল। এখন ম্যাচটি হবে হাম্বানটোটায়।

ম্যাচটির তারিখও একদিন এগিয়ে মঙ্গলবার করা হয়েছে। বুধবার রাখা হয়েছে 'রিজার্ভ ডে' হিসেবে।

আবাহাওয়া প্রতিবেদন বলছে, কলম্বোতে আগামী কয়েকদিনও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এরপর শ্রীলঙ্কার জাতীয় পিচ কিউরেটর কর্তৃপক্ষকে জানায়, নির্ধারিত দিনের আগে মাঠ খেলার উপযোগী করে তোলা সম্ভব নয়।

কর্তৃপক্ষ ম্যাচটি ডাম্বুলাতে নিতে চেয়েছিল। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেটি হবে সেখানেই। তবে টেন স্পোর্টসের সঙ্গে সম্প্রচার চুক্তি অনুযায়ী দ্বিতীয় ওয়ানডেটি দিবা-রাত্রির হওয়ার কথা। ডাম্বুলায় সেটা সম্ভব নয় বলেই ম্যাচটি হাম্বানটোটায় নেয়া হয়েছে।

৩ ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০তে এগিয়ে আছে পাকিস্তান। টেস্ট সিরিজটি ২-০ তে হারে সফরকারীরা।