পাকিস্তানের নাটকীয় জয়

শোহেব মাকসুদের দৃঢ়তায় শ্রীলঙ্কার বিপক্ষে তিন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে নাটকীয় জয় পেয়েছে পাকিস্তান। বৃষ্টি বৃঘ্নিত ম্যাচে স্বাগতিকদের ৪ উইকেটে হারিয়েছে তারা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 August 2014, 01:34 PM
Updated : 23 August 2014, 01:50 PM

শনিবার হাম্বানটোটার মাহিন্দা রাজাপাকসে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২৭৫ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ১০৬ রানে পাঁচ উইকেট হারিয়ে চরম বিপদে পড়ে যায় পাকিস্তান। তবে ফাওয়াদ আলম ও মাকসুদের ১৪৭ রানের অসাধারণ জুটির উপর ভর করে ৪৫ ওভারে নেমে আসা ম্যাচটি এক বল হাতে রেখেই লক্ষ্যে পৌছে যায় তারা।

ফাওয়াদ আলমকে সঙ্গে নিয়ে ১১৭ বলে ১৪৭ রানের জুটি গড়েন মাকসুদ। ৬১ বলে সাতটি চারের সাহায্যে ৬২ রান করে ফাওয়াদ ফিরে গেলেও হার মানেননি মাকসুদ। শহীদ আফ্রিদির সঙ্গে ২৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন তিনি।

৭৩ বলে নয়টি চারের সাহায্যে অপরাজিত ৮৯ রান করে ম্যাচ সেরা হন শোহেব মাকসুদ।

শ্রীলঙ্কার পক্ষে দুটি করে উইকেট নেন থিসারা পেরেরা ও অ্যাঞ্জেলো ম্যাথিউস।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে পঞ্চম ওভারেই তিলকরত্নে দিলশানকে হারায় শ্রীলঙ্কা। এরপর দ্রুত আরো তিনটি উইকেট হারালে স্বাগতিকদের স্কোর দাঁড়ায় ৭৫/৪।

খাদের ওই কিনারা থেকে দলকে টেনে তোলেন মাহেলা জয়াবর্ধনে ও অধিনায়ক ম্যাথিউস। দুজনে মিলে ১২১ বলে ১১৬ রানের জুটি গড়েন। সম্প্রতি টেস্ট ক্রিকেটকে বিদায় জানানো জয়াবর্ধনে ৬৬ বলে আটটি চারের সাহায্যে ৬৩ রান করেন।

আর ম্যাথিউস করেন ৮৯ রান। তার ৮৫ বলের ইনিংসটি নয়টি চার ও দুটি ছক্কায় সাজানো।

স্বাগতিকদের ইনিংসটাকে পৌনে তিনশ'য় পৌছে দেয়ার অনেখানি কৃতিত্ব আছে আট নম্বরে ব্যাট করতে নামা আশান প্রিয়াঞ্জনের। ১৫ বলে আটটি চারের সাহায্যে অপরাজিত ৩৯ রান করেন তিনি।

পাকিস্তানের পক্ষে ৫০ রানে তিন উইকেট নেন পেসার ওয়াহাব রিয়াজ।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা: ৪৫ ওভারে ২৭৫/৭ (থারাঙ্গা ১৮, দিলশান ৬, সাঙ্গাকারা ২৫, জয়াবর্ধনে ৬৩, চান্দিমাল ৬, ম্যাথিউস ৮৯, পেরেরা ১৩, প্রিয়াঞ্জন ৩৯*, কুলাসেকারা ৩*; রিয়াজ ৩/৫০, ইরফান ২/৪৮, হাফিজ ১/৩২)

পাকিস্তান: ৪৪.৫ ওভারে ২৭৭/৬ (শেহজাদ ৪৯, হাফিজ ২১, ইউনুস ৩, আকমল ১৫, মিসবাহ ১৩, ফাওয়াদ ৬২, মাকসুদ ৮৯*, আফ্রিদি ১৪*; পেরেরা ২/৪৩, ম্যাথিউস ২/৪৮, হেরাথ ১/৪৯, মালিঙ্গা ১/৬০)

মাচ সেরা: শোহেব মাকসুদ