সাকিবকে ছাড়িয়ে গেলেন মাশরাফি

বাংলাদেশের তৃতীয় সর্বনিম্ন রানে লজ্জায় ডোবার ম্যাচে মাশরাফি বিন মুর্তজা নিজেকে নিয়ে গেলেন নতুন উচ্চতায়। ওয়ানডে ক্রিকেটে সাকিব আল হাসানকে পেছনে ফেলে এখন দেশের দ্বিতীয় সেরা উইকেট শিকারী দেশসেরা এই পেসারই।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 August 2014, 09:00 PM
Updated : 23 August 2014, 11:13 AM

শুক্রবার গ্রেনাডার সেন্ট জর্জেসে ওয়েস্ট ইন্ডিজের ৭ উইকেটে ২৪৭ রানের জবাবে ২৪ ওভার ৪ বলে ৭০ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। ১৭৭ রানে হারলেও বোলারদের কৃতিত্বে কম রানেই বেধে রাখা গিয়েছিল স্বাগতিকদের। ৩৯ রানে ৩ উইকেট নিয়ে মাশরাফিই বাংলাদেশের সেরা বোলার।

৪৭তম ওভারে কাইরন পোলার্ডকে বোল্ড করে সাকিবের মোট ওয়ানডে উইকেটের সমতায় পৌঁছান মাশরাফি। ৪৯তম ওভারে পরপর দুই বলে বিদায় করেন লেন্ডল সিমন্স ও ডোয়াইন ব্র্যাভোকে। সিমন্সের উইকেট মাশরাফিকে নিয়ে যায় সাকিবের ওপরে।

১৩৬ ম্যাচে ২৮.৯২ গড়ে সাকিবের উইকেট ১৭১টি। ১৩৮ ম্যাচে মাশরাফির উইকেট ১৭৩টি। ৩১.০২ গড়ে এই উইকেট নেন তিনি। সেরা ৬/২৬।

গত মার্চে এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ১ উইকেট নিয়ে মাশরাফিকে পেছনে ফেলেছিলেন সাকিব। বিসিবির ছয় মাসের নিষেধাজ্ঞার কারণে খেলতে না পারা বাঁহাতি স্পিনারের কাছ থেকে নিজের আসন পুনরুদ্ধারই করলেন মাশরাফি।

মাশরাফির চেয়ে বেশি উইকেট রয়েছে কেবল আব্দুর রাজ্জাকের। ২০৬ উইকেট নেয়া এই বাঁহাতি স্পিনার খেলেছেন ১৫২ ম্যাচ।