চিগুম্বুরার লড়াইয়েও বড় হার

জিম্বাবুয়ে সফরে প্রত্যাশিত জয়ই পেয়েছে দক্ষিণ আফ্রিকা। তৃতীয় ওয়ানডেতে হাশিম আমলা, এবি ডি ভিলিয়ার্সদের বিশ্রাম দিয়েও সহজেই জিতেছে অতিথিরা। অধিনায়ক এল্টন চিগুম্বুরার লড়াইয়ের পরও ৭ উইকেটে হেরেছে জিম্বাবুয়ে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 August 2014, 02:23 PM
Updated : 21 August 2014, 02:23 PM

৩-০ ব্যবধানে দক্ষিণ আফ্রিকার তিন ম্যাচের সিরিজ জয়ে সবচেয়ে বড় অবদান কুইন্টন ডি ককের। দুটি অর্ধশতক করে সিরিজের সেরা খেলোয়াড় তিনিই।

বৃহস্পতিবার বুলাওয়ায়োর কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ৩৯ ওভার ৫ বলে ১৬৫ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে।

জিম্বাবুয়ের হয়ে চিগুম্বুরাকে প্রায় একাই খেলতে হয়েছে। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ৯০ রানের চমৎকার ইনিংস খেলেন তিনি। তার ১২২ বলের ইনিংসটি ১০টি চার ও ২টি ছক্কা সমৃদ্ধ।

দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান করেন সিকান্দার রাজা। এছাড়া দুই অঙ্কে পৌঁছান কেবল শন উইলিয়ামস (১৭)।

৩১ রানে ৩ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার সেরা বোলার মার্চেন্ট ডি ল্যাঙ্গ।

জবাবে মাত্র ২৭ ওভার ২ বলে ৩ উইকেট হারিয়ে ১৭১ রান করে লক্ষ্যে পৌঁছায় দক্ষিণ আফ্রিকা।

প্রথম ওভারে রিলি রুশোকে হারালেও ফাফ দু প্লেসির (৪০) সঙ্গে ৭৩ ও জেপি ডুমিনির সঙ্গে ৭০ রানের দুটি চমৎকার জুটি উপহার দিয়ে দলকে জয়ের পথে নিয়ে যান ডি কক।

দলের সংগ্রহ দেড়শ রানের কাছাকাছি নিয়ে যাওয়ার পর তৃতীয় ব্যাটসম্যান হিসেবে বিদায় নেন ডি কক। ম্যাচ সেরা ডি ককের (৮৪) ৭৫ বলের ইনিংসটি ৭টি চার ও ২টি ছক্কা সমৃদ্ধ।

বাকি কাজটুকু ডেভিড মিলারকে (আপরাজিত ১৩) নিয়ে সহজেই সারেন ডুমিনি (অপরাজিত ২৮)।