ব্রডের হাঁটুর অস্ত্রোপচার সেপ্টেম্বরে

ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট ব্রড শল্য চিকিৎসকের ছুরির নিচে যাবেন ৪ সেপ্টেম্বর। বুধবার বিষয়টি নিশ্চিত করে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 August 2014, 10:13 AM
Updated : 21 August 2014, 10:13 AM

অনেক দিন ধরেই ডান হাঁটুর সমস্যায় ভোগা ব্রডকে অস্ত্রোপচারের জন্যই ভারতের বিপক্ষে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে বিশ্রাম দেয়া হয়।

তবে ২৮ বছর বয়সী এই পেসার আগামী ফেব্রুয়ারিতে ওয়ানডে বিশ্বকাপ শুরু হওয়ার আগেই সেরে উঠবেন বলে আশা করা হচ্ছে।

ভারতের বিপক্ষে চতুর্থ টেস্টে ব্যাটিংয়ের সময় নাক ভেঙে যায় তার। ভারতের পেসার বরুন অ্যারোনের বল হেলমেটের ফাঁক গলে ভেতরে ঢুকে গিয়েছিল। এরপরও অবশ্য পঞ্চম ও শেষ টেস্টে খেলেন তিনি।

অস্ত্রোপচার নিয়ে বুধবার টুইটারে ব্রড লেখেন, "অনেক দিন ধরেই অস্ত্রোপচারের প্রয়োজন ছিল।"