‘এ’ দলে নাফীস, জুনায়েদ, মার্শাল

জাতীয় দল ওয়েস্ট ইন্ডিজে; দ্বিতীয় সেরা ‘এ’ দলের প্রাথমিক তালিকায় তাই অভিজ্ঞ ক্রিকেটারদের পাশাপাশি সুযোগ পেয়েছেন কয়েকজন তরুণ ক্রিকেটারও। জিম্বাবুয় ‘এ’ দলের বিপক্ষে খেলার জন্য ২২ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 August 2014, 04:15 AM
Updated : 21 August 2014, 04:15 AM

বুধবার ঘোষিত ২২ সদস্যের প্রাথমিক দলে আছেন অভিজ্ঞ শাহরিয়ার নাফীস, মার্শাল আইয়ুব, রকিবুল হাসান ও জুনায়েদ সিদ্দিক।

মেরুদণ্ডের চিকিৎসা শেষে সুস্থ হয়ে ফিরেছেন পেসার আবুল হাসান।

লিটন কুমার, সাদমান ইসলাম, দেওয়ান সাব্বিরের মতো তরুণরাও আছেন দলটিতে।

আগামী ১০ সেপ্টেম্বর বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে ‘এ’ দল। সফরে বাংলাদেশ ‘এ’ দলের সঙ্গে দুটি চার দিনের ও তিনটি ওয়ানডে ম্যাচে খেলবে তারা। আগামী ২৪ আগস্ট মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে প্রস্তুতি ক্যাম্প শুরু হবে। প্রাথমিক দলে ডাক পাওয়া ক্রিকেটারদের সে দিন সকাল নয়টায় রিপোর্ট করতে বলেছে বিসিবি।

বাংলাদেশ ‘এ’ দল: শাহরিয়ার নাফীস, সাদমান ইসলাম, লিটন কুমার, মার্শাল আইয়ুব, রকিবুল হাসান, আবুল হাসান, সাব্বির রহমান, সৌম্য সরকার, ফরহাদ হোসেন, নাঈম ইসলাম, নুরুল হাসান, জুবায়ের হোসেন, সাকলায়েন সজীব, আরাফাত সানি, শাহাদাত হোসেন, মোহাম্মদ শহীদ, মোস্তাফিজুর রহমান, মুক্তার আলী, ফরহাদ রেজা, জিয়াউর রহমান, জুনায়েদ সিদ্দিক, দেওয়ান সাব্বির।