বাংলাদেশকে উড়িয়ে দিতে চান ব্র্যাভো

বাংলাদেশের মতো চলতি বছরটা ভালো যাচ্ছে না ওয়েস্ট ইন্ডিজেরও। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়েই জয়ের ধারায় ফিরতে চান ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ডোয়াইন ব্র্যাভো।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 August 2014, 09:25 AM
Updated : 20 August 2014, 09:25 AM

বুধবার গ্রেনাডার সেন্ট জর্জে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে প্রথম ওয়ানডে। প্রথম ম্যাচ থেকেই সতীর্থদের আক্রমণাত্মক ক্রিকেট খেলার আহ্বান জানান ব্র্যাভো।

“আমাদের নিজেদের ক্রিকেট খেলতে হবে। আমরা জানি, সেই ক্রিকেট কিভাবে খেলতে হয়। নির্ভয়ে ব্যাটসম্যানরা তাদের শট খেলবে, ইতিবাচক থাকবে। পেসাররা তীব্র গতিতে বল করবে আর স্পিনাররা নিজেদের কাজটা সারবে।”

২০০৯ সালে দেশের মাটিতে সর্বশেষ দেখায় বাংলাদেশের কাছে সিরিজ হেরেছিল ওয়েস্ট ইন্ডিজ। ২০১২ সালে বাংলাদেশে দুই দলের সর্বশেষ সিরিজেও হার মানতে হয়েছিল সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের। এবার জয় চান ব্র্যাভা।

“আশা করি ভাগ্য আমাদের সঙ্গে থাকবে; আর সব কিছু আমাদের পক্ষে থাকবে। আমরা এখানে (গ্রেনাডা) দুটি ম্যাচ খেলবো। যদি এখানেই সিরিজ নিশ্চিত করতে পারি তাহলে খুব ভালো হবে।”

বাংলাদেশ সিরিজ দিয়ে জয়ে ফেরার লক্ষ্য থাকলেও এটাকে বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবেও দেখছেন ব্র্যাভো।