বাংলাদেশ ম্যাচের আগে কোচ হারাল উইন্ডিজ

বাংলাদেশের বিপক্ষে সিরিজ শুরুর মাত্র আগের দিন প্রধান কোচ ওটিস গিবসনকে হারাল ওয়েস্ট ইন্ডিজ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 August 2014, 06:31 AM
Updated : 20 August 2014, 11:15 AM

এক বিবৃতিতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লিউআইসিবি) জানায়, দলের সঙ্গে নেই গিবসন; দুই পক্ষের সম্মতিতে সম্পর্ক ছিন্ন হয়েছে।

সোমবার গ্রেনাডায় ওয়েস্ট ইন্ডিজের অনুশীলনে গিবসনের অনুপস্থিত থাকায় বোঝা গিয়েছিল থাকছেন না কোচ। তার বিদায়ের বিষয়টি পরদিন নিশ্চিত করলো ডব্লিউআইসিবি।

বাংলাদেশের বিপক্ষে সিরিজে ম্যানেজার ও সাবেক অধিনায়ক রিচি রিচার্ডসন অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব নেবেন। সহকারী কোচ স্টুয়ার্ট উইলিয়ামস ও আন্দ্রে কোলি, বোলিং উপদেষ্টা কার্টলি অ্যামব্রোস স্বপদেই বহাল থাকছেন।

২০১০ সালে ইংল্যান্ডের বোলিং কোচের দায়িত্ব ছেড়ে ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচের দায়িত্ব নেন গিবসন। গত বছর গিবসনের মেয়াদ বাড়ানো হয়েছিল ২০১৬ সালের অক্টোবর পর্যন্ত। ২০১২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় তার অধীনে ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে বড় অর্জন।