দ. আফ্রিকার সিরিজ জয়ের পথে ডি ককের রেকর্ড

দক্ষিণ আফ্রিকাকে ১৫ বছর পর অলআউট করলেও আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি জিম্বাবুয়ে শিবিরে। স্বাগতিকরা দুইশ’ রানও করতে না পারায় সহজ জয়ই পেয়েছে দক্ষিণ আফ্রিকা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 August 2014, 04:53 PM
Updated : 19 August 2014, 04:53 PM

দ্বিতীয় ওয়ানডেতে ৬১ রানে জিতে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে এবি ডি ভিলিয়ার্সের দল।

এই ম্যাচে সবচেয়ে কম ইনিংসে এক হাজার রান করার জোনাথন ট্রটের রেকর্ডে ভাগ বসান কুইন্টন ডি কক।

মঙ্গলবার বুলাওয়ায়োর কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ২ বল বাকি থাকতে ২৫৭ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা।

১৯৯৯ সালে শেষবার দক্ষিণ আফ্রিকাকে অলআউট করেছিল জিম্বাবুয়ে। বিশ্বকাপের সেই ম্যাচে জিতলেও এবার লক্ষ্যের ধারে কাছেও যেতে পারেনি তারা।

সর্বোচ্চ ৫৫ রান আসে ফাফ দু প্লেসির ব্যাট থেকে। তার ৭২ বলের ইনিংসটি ৩টি চারে সাজানো। দ্বিতীয় সর্বোচ্চ ৪৫ রান করেন ডেভিড মিলার।

৩৮ রান করার পথে এক হাজার রানের মাইলফলকে পৌঁছান কুইন্টন ডি কক। মাত্র ২১ ইনিংসে ওয়ানডে রানকে চার অঙ্কে নিয়ে ইংল্যান্ডের জোনাথন ট্রটের সবচেয়ে কম ইনিংসে হাজার রানের রেকর্ড স্পর্শ করেন তিনি।

জিম্বাবুয়ের পক্ষে শন উইলিয়ামস, পল উৎসেইয়া, জন নিউম্বু ও ব্রায়ান ভিটোরি দুটি করে উইকেট নেন।

জবাবে ৫ বল বাকি থাকতে ১৯৬ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে।

লক্ষ্য তাড়া করতে নেমে ৮৮ রানেই জিম্বাবুয়ের ছয় ব্যাটসম্যানের বিদায়ে ম্যাচের ফল নিয়ে আর অনিশ্চিয়তা থাকেনি।

শেষ পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ দুইশ’ রানের কাছাকাছি পৌঁছানোয় সবচেয়ে বড় অবদান উইলিয়ামসের। সর্বোচ্চ ৫৫ রান করেন তিনি। তার ৮৪ বলের ইনিংসটি ৩টি চার ও ২টি ছক্কা সমৃদ্ধ।

শেষ দিকে নেভিল মাদজিভা ২৫, ভিটোরির অপরাজিত ২০ ও নিউম্বুর ১৮ রানের তিনটি ইনিংসে পরাজয়ের ব্যবধান কমায় জিম্বাবুয়ে।

দক্ষিণ আফ্রিকার পক্ষে রায়ান ম্যাকলারেন ও ম্যাচ সেরা ওয়েইন পার্নেল তিনটি করে উইকেট নেন।