শ্রীলঙ্কা দলে রনদিভের ফেরা

সুরাজ রনদিভকে ফিরিয়ে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য মঙ্গলবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 August 2014, 12:54 PM
Updated : 19 August 2014, 12:54 PM

২০১১ সালের অগাস্টে ২৮ ওয়ানডের শেষটি খেলেছিলেন অফস্পিনার রনদিভ।

টেস্টে ভালো করার পুরস্কার হিসেবে ওয়ানডে দলে আছেন উদ্বোধনী ব্যাটসম্যান উপুল থারাঙ্গা। আর চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বশেষ খেলা অলরাউন্ডার থিসারা পেরেরাও ফিরেছেন দলে।

স্পিন আক্রমণের নেতৃত্বে থাকবেন রঙ্গনা হেরাথ। তবে টেস্টে স্পিন আক্রমণে তার সঙ্গী দিলরুয়ান পেরেরার জায়গা হয়নি ওয়ানডে দলে।

গত মে মাসে আয়ারল্যান্ড সফরে শেষ ওয়ানডে খেলেছিলেন থারাঙ্গা। ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ দুটি ওয়ানডে সিরিজে উপেক্ষিত ছিলেন তিনি।

বাজে পারফরম্যান্সের কারণে টেস্ট দলে জায়গা হারানো বর্তমান ও সাবেক সহ-অধিনায়ক লাহিরু থিরিমান্নে ও দিনেশ চান্দিমাল ফিরেছেন ওয়ানডে দলে।

২৩, ২৭ ও ৩০ অগস্ট হবে তিনটি ওয়ানডে।

শ্রীলঙ্কা ওয়ানডে দল: অ্যাঞ্জেলো ম্যাথিউস (অধিনায়ক), তিলকরত্নে দিলশান, উপুল থারাঙ্গা, কুমার সাঙ্গাকারা (উইকেটরক্ষক), মাহেলা জয়াবর্ধনে, দিনেশ চান্দিমাল, আশনা প্রিয়াঞ্জন, লাহিরু থরিমান্নে, লাসিথ মালিঙ্গা, নুয়ান কুলাসেকারা, ধাম্মিকা প্রসাদ, রঙ্গনা হেরাথ, সেকুগে প্রসন্ন, সুরাজ রনদিভ, থিসারা পেরেরা।