ভারতের বিপক্ষে ওয়ানডেতে নেই ব্রড

ভারতের বিপক্ষে ইংল্যান্ডের ওয়ানডে সিরিজের দলে নেই স্টুয়ার্ট ব্রড। বিশ্বকাপের আগে হাঁটুর সমস্যা কাটিয়ে উঠতেই সময় দেয়ার জন্যই এই পেসারকে দলের বাইরে রাখার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 August 2014, 09:44 AM
Updated : 19 August 2014, 09:44 AM

ভারতের বিপক্ষে ওল্ড ট্র্যাফোর্ডে চতুর্থ টেস্টে নাকে চোট পান ব্রড। সেই চোট নিয়েই পঞ্চম ও শেষ টেস্টে খেলেন ইংল্যান্ডের এই পেসার। তবে ওয়ানডে সিরিজের ১৫ সদস্যের দলে তাকে না রাখার কারণ এটা নয়।

অনেক দিন ধরেই ডান হাঁটুর সমস্যায় ভুগছেন ব্রড। ২০১৫ বিশ্বকাপের আগে এটা সারিয়ে তুলতে বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারে যেতে হবে তাকে।

৫ ম্যাচের ওয়ানডে সিরিজে টেস্ট দলের ১১জনকে রাখে ইংল্যান্ড। টেস্টের মতো ওয়ানডে সিরিজেও দলের নেতৃত্ব দেবেন অ্যালিস্টার কুক।

ওয়ানডে দলে জায়গা পেয়েছেন ব্যাটসম্যান অ্যালেক্স হেলস ও ওয়েন মরগ্যান এবং বোলার হ্যারি গার্নি ও জেমস ট্রেডওয়েল।

আগামী সোমবার ব্রিস্টল ম্যাচ দিয়ে শুরু হবে দুই দেশের ওয়ানডে সিরিজ।

ইংল্যান্ডের ওয়ানডে দল: অ্যালিস্টার কুক (অধিনায়ক), মইন আলি, জেমস অ্যান্ডারসন, গ্যারি ব্যালান্স, ইয়ান বেল, জস বাটলার, স্টিভেন ফিন, হ্যারি গার্নি, অ্যালেক্স হেলস, ক্রিস জর্ডান, ওয়েন মরগ্যান, জো রুট, বেন স্টোকস, জেমস ট্রেডওয়েল, ক্রিস ওকস।