আজমলকে তিরস্কার, সতর্কবার্তা

ম্যাচ চলার সময় মাঠে আপত্তিকর মন্তব্য করায় পাকিস্তানের স্পিনার সাইদ আজমলকে কঠোরভাবে তিরস্কার করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা (আইসিসি)।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 August 2014, 01:50 PM
Updated : 18 August 2014, 02:09 PM

শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্টের চতুর্থ দিনে স্বাগতিকদের দ্বিতীয় ইনিংসের ১০৫তম ওভারের সময় আপত্তিকর ভাষায় কথা বলেন আজমল। স্টাম্পের মাইক্রোফোনে এটি ধরা পরে এবং টিভিতেও তা শোনা যায়।

আইসিসির নিয়মে এটা ১ মাত্রার অপরাধ। এর জন্য সংস্থাটি চাইলে অপরাধী খেলোয়াড়কে ম্যাচ ফির ৫০ শতাংশ পর্যন্ত জরিমানা করতে পারে। তবে এবারের মতো আজমলকে শুধু তিরস্কার ও সতর্ক করলো আইসিসি।

কলম্বোর ম্যাচটি ১০৫ রানে হারায় দুই ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে হেরে গেছে পাকিস্তান।  

শুধু এই হার কিংবা আইসিসির তিরস্কারই নয়, মাঠে এমনিতেও সময়টা ভালো যাচ্ছে না আজমলের। শ্রীলঙ্কা সফরের প্রথম টেস্ট চলার সময় ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলে আম্পায়াররা।