হেরাথের অনন্য রেকর্ড

মাহেলা জয়াবর্ধনের বিদায়ী ম্যাচ। কলম্বো টেস্টের নামই হয়ে যায় জয়াবর্ধনের টেস্ট। তবে এই টেস্টের পাণ্ডুলিপি নিজের মতো করে লিখেছেন রঙ্গনা হেরাথ। মুত্তিয়া মুরালিধরনকে ছাড়িয়ে দুই টেস্টের সিরিজে সবচেয়ে বেশি উইকেট পাওয়া বোলার হয়ে গেছেন তিনি।  

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 August 2014, 11:38 AM
Updated : 18 August 2014, 11:38 AM

কলম্বো টেস্টে ১৪ উইকেট, আর আগের ম্যাচে ৯টি। সব মিলিয়ে পাকিস্তানের বিপক্ষে ২৩ উইকেট শিকার করেন হেরাথ। দুই টেস্টের সিরিজে এর আগে সবচেয়ে বেশি উইকেট নেয়ার কীর্তি ছিল তারই স্বদেশি মুরালিধরনের।

২০০৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৮.০৪ গড়ে ২২ উইকেট নিয়েছিলেন মুরালিধরন। আর হেরাথ ২৩ উইকেট নেন ১৫.১৩ গড়ে।

পাকিস্তানের বিপক্ষে কলম্বোতে দ্বিতীয় ও শেষ টেস্টে ১৪ উইকেট নিতে ১৮৪ রান খরচ করেন হেরাথ। পাকিস্তানের বিপক্ষে কোনো বোলারের এটা দ্বিতীয় সেরা কীর্তি। এর আগে ১৯৯৯ সালে দিল্লিতে অনিল কুম্বলে ১৪৯ রানে নিয়েছিলেন ১৪ উইকেট।

শ্রীলঙ্কার পক্ষেও এক টেস্টে এটি দ্বিতীয় সেরা বোলিং। এর আগে মুরালিধরন ১৯৯৮ সালে ওভালে ১৬ উইকেট নেন ২২০ রানে।