আমলার শতকে দ.আফ্রিকার সহজ জয়

হাশিম আমলার অপরাজিত শতকে প্রথম ওয়ানডেতে সহজ জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। কখনোই জয়ের সম্ভাবনা জাগাতে না পারা জিম্বাবুয়ে হেরেছে ৯৩ রানে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 August 2014, 04:23 PM
Updated : 17 August 2014, 04:55 PM

এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা।

রোববার বুলাওয়ায়োর কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ৩০৯ রান করে দক্ষিণ আফ্রিকা।

কুইন্টন ডি ককের সঙ্গে আমলার ১০৯ রানের জুটি অতিথিদের চমৎকার সূচনা এনে দেয়। অভিষিক্ত জন নিউম্বুর বলে ব্রেন্ডন টেইলরের হাতে ডি কক ধরা পড়লে ভাঙে ২০.৩ ওভার স্থায়ী জুটি।

ডি ককের ব্যাট থেকে আসে ৬৩ রান। তার ৬৮ বলের ইনিংসটি ৮টি চার ও ১টি ছক্কায় সাজানো। পাঁচটি শতকের মালিক উইকেটরক্ষক-ব্যাটসম্যান ডি কক এই প্রথম কোনো অর্ধশতককে তিন অঙ্কে নিতে ব্যর্থ হলেন। অর্থাৎ এটাই তার প্রথম অর্ধশতক।

দ্বিতীয় উইকেটে ফাফ দু প্লেসির সঙ্গে ১২৩ রানের আরেকটি ভালো জুটি উপহার দেন আমলা। অর্ধশতকে পৌঁছানোর পর রানের গতি বাড়াতে গিয়ে বিদায় নেন দু প্লেসি।

দুই সতীর্থ অর্ধশতকে পৌঁছানোর পর ফিরে গেলেও শেষ পর্যন্ত ১২২ রানে অপরাজিত থাকেন ম্যাচ সেরা আমলা। ছন্দে থাকা এই ব্যাটসম্যানের শেষ ছয় ইনিংসে এটি চতুর্থ শতক।

আমলার ১৩২ বলের ইনিংসটি ৬টি চার ও ৩টি ছক্কা সমৃদ্ধ। এটি তার ১৫তম ওয়ানডে শতক।

শেষ দিকে অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স (২১) ও জেপি ডুমিনির (২২*) ঝড়ো ব্যাটিংয়ে তিনশ’ পার হয় অতিথিদের সংগ্রহ।

জবাবে এক বল বাকি থাকতে ২১৬ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে।

৩৬ রানে তিন উইকেট হারিয়ে শুরুতেই অস্বস্তিতে পড়ে জিম্বাবুয়ে। চতুর্থ উইকেটে হ্যামিল্টন মাসাকাদজা (৬১) ও শন উইলিয়ামসের (৫১) ১০০ রানের জুটি প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও লক্ষ্যের ধারে কাছে যেতে পারেনি স্বাগতিকরা।

দ্বিতীয়বারের মতো ওয়ানডে অধিনায়কত্ব পাওয়া এল্টন চিগুম্বুরা অপরাজিত থাকেন ৩৬ রানে।

দক্ষিণ আফ্রিকার পক্ষে অ্যারন ফাঙ্গিসো ও ইমরান তাহির তিনটি করে উইকেট নেন।