এশিয়াড ক্রিকেট: বাংলাদেশ দলে মাশরাফি, তামিম

এশিয়ান গেমসে সোনা ধরে রাখতে শক্তিশালী দল গঠনের কথা আগেই জানিয়েছিলেন প্রধান নির্বাচক ফারুক আহমেদ। তাই হয়েছে, মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবালের মতো তারকাদের রেখেই শুক্রবার ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 August 2014, 11:48 AM
Updated : 15 August 2014, 12:30 PM

১৯ সেপ্টেম্বর থেকে দক্ষিণ কোরিয়ার ইনচনে শুরু হবে এশিয়ান গেমস। আর ২৭ তারিখ বিয়ে করবেন নিয়মিত অধিনায়ক মুশফিকুর রহিম। তাই দলে নেই তিনি। ৬ মাস নিষিদ্ধ থাকায় নেই অলরাউন্ডার সাকিব আল হাসানও।

এনামুল হক, তাসকিন আহমেদের মতো উঠতি তারকারা যেমন আছেন তেমনি দলে আছেন গতবারের সোনা জয়ী দলের সদস্য শুভাগত হোম চৌধুরী, সাব্বির রহমানরাও।

অভিজ্ঞতারও কোনো ঘাটতি নেই। ইমরুল কায়েস, নাসির হোসেনরাও জায়গা পেয়েছেন দলে।

দল: তামিম ইকবাল, এনামুল হক, ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন, শামসুর রহমান, শুভাগত হোম চৌধুরী, সাব্বির রহমান, মাহমুদুল্লাহ রিয়াদ, নাসির হোসেন, সোহাগ গাজী, আরাফাত সানি, মাশরাফি বিন মুর্তজা, মুক্তার আলী, আল-আমিন হোসেন, তাসকিন আহমেদ।