আন্ডারসনের সঙ্গে রেহাই জাদেজারও

ভারতের রবীন্দ্র জাদেজার সঙ্গে ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসনের কথা কাটাকাটির জের ধরে পাল্টা-পাল্টি অভিযোগ এনেছিল দুই দলই। কিন্তু শুনানি শেষে তারা দুজনই নির্দোষ প্রমাণিত হয়েছেন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 August 2014, 04:50 PM
Updated : 1 August 2014, 04:50 PM

ট্রেন্ট ব্রিজে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনের মধ্যাহ্ন বিরতির সময় অ্যান্ডারসনের সঙ্গে জাদেজার কথা কাটাকাটি হয়। এরপরই অ্যান্ডারসনের বিরুদ্ধে অভিযোগ করে ভারত। অভিযোগে বলা হয়েছিল, ওইসময় জাদেজাকে নাকি ধাক্কা দিয়েছিলেন অ্যান্ডারসন। তবে শুক্রবারের শুনানিতে এই অভিযোগ প্রমাণ করা যায়নি।

এদিকে প্রাথমিক শুনানিতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এমিরেটস এলিট প্যানেলের ম্যাচ রেফারি ডেভিড বুন জাদেজাকে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করেছিলেন। এই শাস্তির বিরুদ্ধে আপিল করেছিল ভারত।

ফলে অ্যান্ডারসনের শুনানির সঙ্গে জাদেজার আপিলও বিবেচনা করা হয়। কারোরই কোনো দোষ পাননি শুনানির দায়িত্বে থাকা জুডিশিয়াল কমিশনার গর্ডন লুইস।

এক বিবৃতিতে আইসিসি জানায়, ভিডিও কনফারেন্সের মাধ্যমে ছয় ঘণ্টার শুনানি শেষে এই সিদ্ধান্তে পৌঁছান গর্ডন লুইস।