গাজার সমর্থনে ব্যান্ড পরে তদন্তের মুখে মইন আলী

গাজায় ইসরায়েলের হামলা বন্ধের দাবিতে সাউদ্যাম্পটন টেস্টের দ্বিতীয় দিন হাতে ব্যান্ড পরে আইসিসির তদন্তের মুখে পড়েছেন ইংল্যান্ডের ক্রিকেটার মইন আলী।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 July 2014, 03:18 AM
Updated : 29 July 2014, 03:24 AM

সোমবার ভারতের বিপক্ষে তৃতীয় টেস্টে হাতে ‘সেভ গাজা’ ও ‘ফ্রি প্যালেস্টাইন’ লেখা ব্যান্ড পরেন মইন। ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্তদের জন্য তহবিল সংগ্রহ করছেন তিনি।

ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড মইনের প্রতি সমর্থন জানিয়েছে।

ইসিবির এক মুখপাত্র সোমবার বলেন, “আমরা যতদূর জানি, সে কোনো অপরাধ করেনি। এখন আইসিসির বিষয়, তারা কোনো ব্যবস্থা নেবে কিনা।”

ইংল্যান্ডের প্রথম ইনিংসে ব্যাটিংয়ের সময় ব্যান্ড পরে অল-রাউন্ডার মইন আইসিসির নীতিমালা ভঙ্গ করেছেন।

নীতিমালায় বলা আছে, ক্রিকেটাররা আগেই দলের বোর্ডের অনুমতি না নিয়ে আর্ম ব্যান্ড পরতে পারবে না। আর রাজনৈতিক, ধর্মীয় ও সাম্প্রদায়িক বার্তা এর মাধ্যমে দেয়া যাবে না।