স্পিন পরীক্ষার সামনে দ. আফ্রিকা

বৃষ্টির কারণে চতুর্থ দিন ২২ ওভার খেলা নষ্ট হলেও খুব একটা স্বস্তিতে নেই দক্ষিণ আফ্রিকা। ম্যাচ বাঁচাতে কলম্বোর স্পিন সহায়ক উইকেটে হাতে থাকা ৯ উইকেট নিয়ে পুরো একটি দিন কাটাতে হবে অতিথিদের।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 July 2014, 12:42 PM
Updated : 27 July 2014, 12:44 PM

সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের পঞ্চম দিন জয়ের জন্য আরো ৩৩১ রান চাই দক্ষিণ আফ্রিকার আর শ্রীলঙ্কার লক্ষ্য ৯ উইকেট।

শনিবার চতুর্থ দিনের খেলা শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১ উইকেটে ৩৮ রান। শূন্য রানে কিথুরুয়ান ভিথানাগের হাতে ক্যাচ দিয়ে ফিরেন আলভিরো পিটারসেন। ডিন এলগার ১৩ ও কুইন্টন ডি কক ২১ রানে ব্যাট করছেন।

এর আগে সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে বিনা উইকেটে ১১ রান নিয়ে খেলা শুরু করে শ্রীলঙ্কা। উপুল থারাঙ্গার ৩০ ও কৌশল সিলভার ২৬ রানের পরও ৮৩ রানে ৩ উইকেট হারিয়ে অস্বস্তিতে পড়ে শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে শতক করা মাহেলা জয়াবর্ধনে ফিরেন শূন্য রানে।

কুমার সাঙ্গাকারার সঙ্গে অ্যাঞ্জেলো ম্যাথিউসের ৮১ রানের জুটি পরিস্থিতি সামাল দেয়। সাঙ্গাকারার (৭২) বিদায়ের পর দলকে লড়াই করার মতো সংগ্রহ এনে দেয়ার কৃতিত্ব ম্যাথিউসের। ৬৩ রানে অপরাজিত থাকেন শ্রীলঙ্কার অধিনায়ক।

চা-বিরতির কিছুক্ষণ পর ৮ উইকেটে ২২৯ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে থাকা শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে ১৩৯ রানে পিছিয়ে থাকায় দক্ষিণ আফ্রিকার লক্ষ্য দাঁড়ায় ৩৬৯ রান।

৭৬ রানে ৪ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার সেরা বোলার মর্নে মরকেল। দুটি করে উইকেট নেন ইমরান তাহির ও ডেল স্টইন।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা: ৪২১ (জয়াবর্ধনে ১৬৫, ডিকওয়েলা ৭২, ম্যাথিউস ৬৩; ফিল্যান্ডার ২/৫২, স্টেইন ২/৬৯, ডুমিনি ২/৮০) ও ২২৯/৮ ইনিংস ঘোষণা (থারাঙ্গা ৩০, সিলভা ২৬, সাঙ্গাকারা ৭২, জয়াবর্ধনে ০, ম্যাথিউস ৬৩*, ভিথানাগে ৭, ডিকওয়েলা ১৬, পেরেরা ৭, হেরাথ ৪; মরকেল ৪/৪৫, স্টেইন ২/৫৯, ইমরান ২/৭৬)

দক্ষিণ আফ্রিকা: ২৮২ (আমলা ১৩৯*, ডি ভিলিয়ার্স ৩৭, দু প্লেসি ৩৬; পেরেরা ৫/৬৯, হেরাথ ৪/৭১) ও ৩৮/১ (পিটারসেন ০, এলগার ১৩*, ডি কক ২১*; হেরাথ ১/৭)