জয়াবর্ধনের শেষ টেস্ট এসএসসিতে

ঘরের মাঠেই বিদায় নেয়ার সুযোগ পেলেন শ্রীলঙ্কার ব্যাটসম্যান মাহেলা জয়াবর্ধনে। তার শেষ টেস্টের ভেন্যু পি সারা ওভাল থেকে সিংহলিজ স্পোর্টস ক্লাব (এসএসসি) মাঠে সরিয়ে নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 July 2014, 06:06 PM
Updated : 23 July 2014, 06:06 PM

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ দিয়ে টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন জয়াবর্ধনে।

এসএসসিতে দারুণ সফল জয়াবর্ধনে। এই মাঠে ৭৭.০৮ গড়ে তার রান দুই হাজার ৬৯৮। এখানেই ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৭৪ রানের অনবদ্য এক ইনিংস খেলেছিলেন জয়াবর্ধনে। টেস্টে ডানহাতি কোনো ব্যাটসম্যানের এটাই সর্বোচ্চ রানের ইনিংস, শ্রীলঙ্কার পক্ষেও এটা সর্বোচ্চ ব্যাক্তিগত ইনিংস।

নালন্দা কলেজের হয়ে সফল স্কুল ক্রিকেট ক্যারিয়ার শেষে এসএসসির হয়েই খেলেন জয়াবর্ধনে।

ভেন্যু পরিবর্তন হওয়ায় নিজের প্রিয় দুই মাঠেই জয়াবর্ধনের শেষ সিরিজ হবে। প্রথম টেস্ট হবে গলেতে। আর এই দুই ভেন্যুর প্রতিটিতে জয়াবর্ধনের যত রান রয়েছে, এক ভেন্যুতে এর বেশি রান আর কেউ করতে পারেননি।

জয়াবর্ধনের বিদায়কে স্মরণীয় করে রাখতে দুটি ভেন্যুতেই স্মারক অনুষ্ঠান হবে বলে জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট।