বোলিংয়ে নিষিদ্ধ উইলিয়ামসন

আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করতে পারবেন না কেন উইলিয়ামসন। অবৈধ ভঙ্গিতে বোলিং করায় নিউ জিল্যান্ডের এই অফ স্পিনারকে নিষিদ্ধ করেছে আইসিসি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 July 2014, 10:08 AM
Updated : 23 July 2014, 10:08 AM

আইসিসি বুধবার জানায়, উইলিয়ামসনের বোলিং ভঙ্গি নিয়ে পরীক্ষা-নিরীক্ষার পর বোলিং করার ভঙ্গি অবৈধ প্রমাণিত হয়। এরপরই আইসিসি এই সিদ্ধান্ত নেয়।

গত জুনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পোর্ট অব স্পেনে দ্বিতীয় টেস্টে সন্দেহজনক বোলিং ভঙ্গির জন্য অভিযুক্ত হন উইলিয়ামসন।

ওই ম্যাচের আম্পায়ারদের অভিযোগের পর দেখা যায়, বল করার সময় উইলিয়ামসনের কনুই সর্বোচ্চ সীমা ১৫ ডিগ্রির চেয়ে বেশি বেঁকে যায়।

মাঝেমধ্যে অফ-স্পিন বল করা ২৩ বছর বয়সী উইলিয়ামসন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, "বোলিংয়ে ফেরার জন্য যেসব পরিবর্তন প্রয়োজন, সেদিকে মনোযোগ দেব আমি।"

অফ-স্পিন বোলিংয়ে ৩৪ টেস্টে ২৪ উইকেট নেন উইলিয়ামসন। ৫৪টি ওয়ানডে খেলে ২৩ উইকেট পান তিনি। আর ১৯টি টি-টোয়েন্টিতে নেন ৩টি উইকেট।