লর্ডসে জমজমাট লড়াই

লর্ডসে দ্বিতীয় টেস্টে জমে উঠেছে ব্যাট-বলের লড়াই। ভুবনেশ্বর কুমারের দুর্দান্ত বোলিংয়ে শুরুতে চাপে পড়লেও গ্যারি ব্যালান্সের শতকে ঘুরে দাঁড়িয়েছে ইংল্যান্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 July 2014, 06:23 PM
Updated : 18 July 2014, 06:38 PM

দ্বিতীয় দিনের খেলা শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৬ উইকেটে ২১৯ রান। এখনো ৭৬ রানে পিছিয়ে স্বাগতিকরা।

শুক্রবার ৯ উইকেটে ২৯০ রান নিয়ে খেলা শুরু করে ভারত। দিনের চতুর্থ বলেই মোহাম্মদ সামি বিদায় নিলে ২৯৫ রানে অলআউট হয়ে যায় অতিথিরা।

ভুবনেশ্বরের মারাত্মক বোলিংয়ে মাত্র ৭০ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে ইংল্যান্ড। ব্যালান্স ছাড়া প্রথম চার ব্যাটসম্যানের আর কেউ ২০ এর ঘরে যেতে পারেননি।

পঞ্চম উইকেটে মঈন আলীর সঙ্গে ব্যালান্সের ৯৮ রানের জুটিতে প্রতিরোধ গড়ে ইংল্যান্ড। মুরালি বিজয়ের বলে মঈন এলবিডব্লিউর ফাঁদে পড়লে ভাঙে ৩২ ওভার ২ বল স্থায়ী জুটি।

দ্বিতীয় নতুন বলে ব্যালান্সকে বিদায় করে স্বাগতিকদের বড় একটা ধাক্কা দেন ভুবনেশ্বর।

২০৩ বলে খেলা ব্যালান্সের ১১০ রানের ইনিংসটি সমৃদ্ধ ১৫টি চারে। পাঁচ টেস্টের ছোট্ট ক্যারিয়ারে এটি তার দ্বিতীয় শতক।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত: ২৯৫ (বিজয় ২৪, ধাওয়ান ৭, পুজারা ২৮, কোহলি ২৫, রাহানে ১০৩, ধোনি ১, জাদেজা ৩, বিনি ৯, ভুবনেশ্বর ৩৬, সামি ১৯, ইশান্ত ১২*; অ্যান্ডারসন ৪/৬০, ব্রড ২/৭৯, স্টোকস ২/৪০, মঈন ১/৩৮, প্লানকেট ১/৫১)

ইংল্যান্ড: ২১৯/৬ (কুক ১০, রবসন ১৭, ব্যালান্স ১১০, বেল ১৬, রুট ১৩, মঈন ৩২, প্লানকেট ৪*, প্রায়র ২*; ভুবনেশ্বর ৪/৪৬, বিজয় ১/১২, জাদেজা ১/৪১)