বিপিএল রায়: আপিল করবে আইসিসি, বিসিবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ম্যাচ পাতানোর বিষয়ে দুর্নীতি বিরোধী ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করতে যাচ্ছে বিসিবি ও আইসিসি।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 July 2014, 01:35 PM
Updated : 18 July 2014, 01:57 PM

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি শুক্রবার এক ই-মেইলে আপিল করার সিদ্ধান্তের কথা জানায়।

আইসিসি মনে করে, বেশ কয়েকজনের বিরুদ্ধে দুর্নীতির অনেক পরিস্কার ও অকাট্য প্রমাণ পাওয়া গেলেও তা বিবেচনায় আনা হয়নি।

বিসিবির দুর্নীতি বিরোধী নীতিমালা অনুয়ায়ী দুই ধাপে আপিল করা যায়। প্রথমটি বিসিবির ডিসিপ্লিনারি প্যানেলের চেয়ারম্যানের কাছে আর দ্বিতীয়টি সুইজারল্যান্ডে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে।

আইসিসির মুখপাত্র জানান, পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর এর খুটিনাটি পর্যালোচনা করা হয়েছে।

আইসিসি মনে করে, আপিল করার মতো শক্ত ভিত তাদের রয়েছে। ভুল ফলাফলকে চ্যালেঞ্জ না করলে, খেলাধুলাকে সঠিক বার্তা দেয়া হবে না।

২৬ ফেব্রুয়ারি তিন সদস্যের দুর্নীতি বিরোধী ট্রাইব্যুনালের সংক্ষিপ্ত রায়ে নির্দোষ প্রমাণিত হন জাতীয় দলের সাবেক বাঁহাতি স্পিনার মোহাম্মদ রফিক, বাঁহাতি স্পিনার মোশাররফ হোসেন ও পেসার মাহবুবুল আলম। ঢাকা গ্ল্যাডিয়েটর্সের চেয়ারম্যান সেলিম চৌধুরী ও প্রধান নির্বাহী কর্মকর্তা গৌরব রাওয়াদ এবং ইংল্যান্ডের ক্রিকেটার ড্যারেন স্টিভেন্সও নির্দোষ প্রমাণিত হন।

সংক্ষিপ্ত রায়ের পর এক যৌথ বিবৃতিতে হতাশা ও বিস্ময় প্রকাশ করেছিল আইসিসি ও বিসিবি। দুটি সংস্থাই জানিয়েছিল, রায়ের বিস্তারিত পাওয়ার অপেক্ষায় করছেন তারা।

গত ৮ জুন জানানো হয় বিস্তারিত রায়। আর ১৮ জুন দোষীদের শাস্তি ঘোষণা করা হয়। এতে ক্রিকেটে আট বছরের জন্য নিষিদ্ধ করা হয় বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে। ঢাকা গ্ল্যাডিয়েটর্সের ব্যবস্থপনা পরিচালক শিহাব চৌধুরীকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করা হয়।

এছাড়া শ্রীলঙ্কার কৌশল লুকুয়ারাচ্চি ১৮ মাস ও নিউ জিল্যান্ডের সাবেক ক্রিকেটার লু ভিনসেন্টকে ৩৬ মাসের জন্য নিষিদ্ধ করা হয়।

গত ১৩ অগাস্ট রাজধানীর একটি হোটেলে আইসিসি ও বিসিবির যৌথ সংবাদ সম্মেলনে বিপিএলে ম্যাচ পাতানোর জন্য জড়িত থাকায় ৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করার কথা জানান আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন। এরপর ১৪ অক্টোবর আইন কমিশনের সাবেক চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি আব্দুর রশিদকে ডিসিপ্লিনারি প্যানেলের চেয়ারম্যান নিয়োগ করে বিসিবি। তিনি বিধি অনুযায়ী ডিসিপ্লিনারি প্যানেলের ১০ সদস্য নিয়োগ করেন। ১০ নভেম্বর প্যানেলের চেয়ারম্যান সাবেক বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরীকে আহ্বায়ক করে তিন সদস্যের দুর্নীতি বিরোধী ট্রাইব্যুনাল গঠন করেন। গত ১৯ জানুয়ারি থেকে চূড়ান্ত শুনানি শুরু হয়। ২৬ ফেব্রুয়ারি তার সংক্ষিপ্ত রায় ঘোষণা করে ট্রাইব্যুনাল।