সাকিবকে আপিলের পরামর্শ বিসিবির

ছয় মাসের জন্য নিষিদ্ধ অলরাউন্ডার সাকিব আল হাসানকে আপিল করার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 July 2014, 07:00 PM
Updated : 17 July 2014, 07:17 PM

বৃহস্পতিবার বিসিবির গণমাধ্যম ও যোগাযোগ কমিটির সভাপতি জালাল ইউনুস জানান, বুধবার বিসিবি সভাপতি নাজমুল হাসানের সঙ্গে দেখা করে শাস্তি কমানোর অনুরোধ জানিয়েছেন সাকিব।

“বোর্ডের চুক্তিভুক্ত খেলোয়াড় হিসেবে যে কোনো সময়ে আপিল করার সুযোগ রয়েছে তার। তাকে আপিল করতে বলা হয়েছে। আপিলের ওপর বোঝা যাবে বোর্ডের সিদ্ধান্ত কি হবে।”

শাস্তি কমানো প্রসঙ্গে এখনই কোনো মন্তব্য করা সম্ভব নয় জানিয়ে জালাল বলেন,“ক্ষমা চাওয়া সম্পূর্ণ ভিন্ন ব্যাপার। বোর্ডের কাছে সে শাস্তি কমানোর জন্য আপিল করতে পারে।”

জালাল জানান, সাকিবের অনুশীলনে কোনো বাধা নেই।

“সে যে কোনো সময় অনুশীলন করতে পারবে। সে আমাদের চুক্তিভুক্ত খেলোয়াড়। আর অনুশীলনের ম্যানেজমেন্টটা কোচই ঠিক করে দেবে।”

গত ৭ জুলাই সাকিবকে ৬ মাসের জন্য নিষিদ্ধ করে বিসিবি। এছাড়া আগামী দেড় বছর দেশের বাইরে কোনো প্রতিযোগিতায় খেলার জন্য তাকে অনাপত্তিপত্র না দেয়ার সিদ্ধান্ত নেয় বোর্ড।