রাহানের বীরত্বে ভারতের লড়াই

লর্ডস টেস্টের শুরুটা মোটেও ভালো না হলেও অজিঙ্কা রাহানের দৃঢ়তায় লড়ছে ভারত।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 July 2014, 06:11 PM
Updated : 17 July 2014, 06:19 PM

বৃহস্পতিবার দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে ভারতের সংগ্রহ ৯ উইকেটে ২৯০ রান।

টস হেরে ব্যাট করতে নেমে ৪৮ রানেই দুই উদ্বোধনী ব্যাটসম্যানের বিদায়ে শুরুটা ভালো হয়নি ভারতের।

৮৬ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে বিরাট কোহলির বিদায়ের পর ক্রিজে আসেন রাহানে। এক প্রান্তে তিনি অবিচল থাকলেও অন্য প্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ভীষণ বিপদে পড়ে ভারত।

১৪৫ রানে সপ্তম ব্যাটসম্যান হিসেবে স্টুয়ার্ট বিনির বিদায়ের সময়ে খেলার আরো ৩২ ওভার ৪ বল বাকি। টেল এন্ডারদের সঙ্গে রাহানের প্রতিরোধে অতিথিদের অলআউট করতে পারেনি ইংল্যান্ড।

ভারতের সংগ্রহ তিনশ রানের কাছাকাছি পৌঁছানোয় সবচেয়ে বড় অবদান রাহানের সঙ্গে ভুবনেশ্বর কুমারের অষ্টম উইকেটে গড়ে উঠা ৯০ রানের চমৎকার জুটির।

দ্বিতীয় নতুন বলে ভুবনেশ্বরকে (৩৬) বিদায় করে প্রতিরোধ ভাঙার কৃতিত্ব স্টুয়ার্ট ব্রডের। এরপর বেশিক্ষণ টেকেননি রাহানে।

জেমস অ্যান্ডারসনের বলে চার হাঁকিয়ে শতকে পৌছানোর পর সেই ওভারেই ফিরতি ক্যাচ দিয়ে ফিরেন রাহানে (১০৩)। তার ১৫৪ বলের ইনিংসটি ১৫টি চার ও ১টি ছক্কা সমৃদ্ধ। সাত টেস্টের ছোট্ট ক্যারিয়ারে এটি তার দ্বিতীয় শতক।

৮৭তম ওভারে রাহানে বিদায় নিলেও দিনের বাকি সময়টুকু নিরাপদেই কাটিয়ে দেন মোহাম্মদ সামি ও ইশান্ত শর্মা।

৫৫ রানে ৪ উইকেট নিয়ে ইংল্যান্ডের সেরা বোলার অ্যান্ডারসন।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত: ২৯০/৯ (বিজয় ২৪, ধাওয়ান ৭, পুজারা ২৮, কোহলি ২৫, রাহানে ১০৩*, ধোনি ১, জাদেজা ৩,বিনি ৯, ভুবনেশ্বর ৩৬, সামি ১৪*, ইশান্ত ১২*; অ্যান্ডারসন ৪/৫৫, ব্রড ২/৭৯, মঈন ১/৩৮, স্টোকস ১/৪০, প্লানকেট ১/৫১)