ব্যাখ্যা দিতে দেশে ফিরছেন সাকিব

বাংলাদেশ ক্রিকেট বোর্ড ডেকে পাঠানোয় দেশে ফিরছেন সাকিব আল হাসান। অনুমতি না নিয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলতে যাওয়ার ব্যাপারে যে বিতর্কের সৃষ্টি হয়েছে, ফিরে তার ব্যাখ্যা দেবেন বলে জানিয়েছেন দেশসেরা এই অলরাউন্ডার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 July 2014, 05:48 PM
Updated : 5 July 2014, 05:50 PM

শনিবার সাকিব টুইট করেন, “এখন আমি বাংলাদেশে ফিরছি। দেশে ফিরে আমি আমার অবস্থান পরিষ্কার করব ইনশাল্লাহ।”

শনিবার বিসিবি সভাপতি নাজমুল হাসান জানান, বোর্ডের অনুমতি না নিয়েই ঢাকা ছাড়েন এই অলরাউন্ডার।

গত মঙ্গলবার থেকে জাতীয় দলের ক্যাম্প শুরু হয়েছে। সেদিন দেশে থাকলেও অনুশীলনে যোগ দেননি সাকিব।

বিসিবি সভাপতি জানান, দেশের বাইরের কোনো টুর্নামেন্টে খেলতে বোর্ডের দেয়া অনাপত্তিপত্র (এনওসি) নেননি সাকিব। উল্টো বোর্ডের ডেকে পাঠানোয় জবাবে কোচ চন্দিকা হাথুরুসিংহেকে এক মেইলে টেস্ট ও ওয়ানডে থেকে অবসর নিতে চাওয়ার কথা বলেন তিনি।

জাতীয় দলের প্রতি সাকিবের এমন অনীহায় ক্ষেপেছেন বোর্ড সভাপতি। প্রধান কোচের মেইল পেয়ে সোমবার সভা ডেকেছে বিসিবি। সেখানে সাম্প্রতিক সব বিষয়ে বিশদ আলোচনা হবে বলে জানান নাজমুল হাসান।