সাকিবকে দেশে ডেকে পাঠিয়েছে বিসিবি

সাকিব আল হাসানকে দেশে ডেকে পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলার জন্য ঢাকা ছেড়েছিলেন এই অলরাউন্ডার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 July 2014, 03:13 PM
Updated : 4 July 2014, 03:13 PM

আগামী অগাস্ট-সেপ্টেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ। সেই সফরের জন্য এরই মধ্যে ২৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বিসিবি। ১ জুলাই থেকে প্রাথমিক দলের প্রস্তুতিও শুরু হয়েছে।

সাকিব আল হাসানকে শিগগির সেই ক্যাম্পে যোগ দিতে বলা হয়েছে বলে ক্রিকইনফোকে জানিয়েছেন বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী।

তবে সাকিবকে ডেকে পাঠানোর কারণ সম্পর্কে নিজাম উদ্দিন কিছু বলেননি। ১১ জুলাই থেকে শুরু হতে যাওয়া সিপিএলের আগে অলরাউন্ডারকে ছাড়া হবে কি না সে ব্যাপারেও কিছু বলেননি তিনি।

গত মৌসুমে বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে দলের আট ম্যাচেই খেলেন সাকিব। প্রথম আসরে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহক ছিলেন তিনি।

প্রতিযোগিতার প্রথম পর্বে বার্বাডোজের শেষ ম্যাচ ১০ অগাস্ট। আর ফাইনাল হবে ১৬ অগাস্ট। দুটি টেস্ট, তিনটি ওয়ানডে আর একটি টি-টোয়েন্টি খেলতে ২০ অগাস্ট ওয়েস্ট ইন্ডিজে পৌঁছানোর কথা বাংলাদেশের।