মুক্তিযোদ্ধাকে জেতাল নাইজেরিয়ার ফুটবলাররা

বাংলাদেশ প্রিমিয়ার লিগে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র সহজে ৪-২ গোলে হারিয়েছে টিম বিজেএমসিকে। মুক্তিযোদ্ধার ৪টি গোলই করেছেন নাইজেরিয়ার খেলোয়াড়রা। বিজেএমসির গোল দুটিও দুই বিদেশির।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 April 2014, 04:22 PM
Updated : 25 April 2014, 08:31 AM

বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুক্তিযোদ্ধার জয়ের নায়ক এনকোচা কিংসলে করেন জোড়া গোল। ৮ গোল নিয়ে এ মৌসুমের বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা নাইজেরিয়ার এই ফরোয়ার্ড।  

২৩ মিনিটে বক্সের ঠিক বাইরে থেকে নাইজেরিয়ার স্ট্রাইকার সানডে সিজোবার ফ্রি-কিক বিজেএমসি গোলরক্ষক আরিফুল ইসলাম রুখে দেন, কিন্তু ফিরতি বলে লক্ষ্যভেদ করেন এনকোচা।

মুক্তিযোদ্ধা ব্যবধান দ্বিগুণ করা গোলটি পায় ৪২ মিনিটে। বিজেএমসির পেনাল্টি বক্সে তিন জন ডিফেন্ডারকে বোকা বানিয়ে দারুণ এক শটে বল জালে জড়ান নাইজেরিয়ার ফরোয়ার্ড এলিটা কিংসলে।

৫৬ মিনিটে মুক্তিযোদ্ধার পক্ষে তৃতীয় এবং ব্যক্তিগত দ্বিতীয় গোল করেন এনকোচা। ৬১ মিনিটে মুক্তিযোদ্ধার পক্ষে চতুর্থ গোল করেন সানডে।

শুধু মুক্তিযোদ্ধাতেই নয়, নাইজেরিয়ায়ার স্পর্শ ছিল বিজেএমসিতেও। ৫৮ মিনিটে বিজেএমসির প্রথম গোলটি করেন নাইজেরিয়ার মিডফিল্ডার স্যামসন ইলিয়াসু।  

৭৯ মিনিটে পেনাল্টি থেকে ইসমাইল বানগুরা বিজেএমসির পক্ষে দ্বিতীয় গোল করেন।

এই জয়ে ১১ ম্যাচে ১৮ পয়েন্ট পেয়েছে মুক্তিযোদ্ধা। সমান ম্যাচে ১২ পয়েন্ট পেয়েছে বিজেএমসি।