জাদেজার অলরাউন্ড নৈপুণ্যে চেন্নাইয়ের জয়

রবীন্দ্র জাদেজার অলরাউন্ড নৈপুণ্যে আইপিএলে টানা দ্বিতীয় জয় পেয়েছে চেন্নাই সুপার কিংস। রাজস্থান রয়্যালসকে ১৪১ রানের লক্ষ্য দিয়েও ৭ রানের জয় পেয়েছে গত আসরের রানার্সআপ দলটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 April 2014, 06:19 PM
Updated : 23 April 2014, 06:26 PM

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৪০ রান করে চেন্নাই।

প্রথম পাঁচ ব্যাটসম্যানের চার জনই দুই অঙ্কে পৌঁছাতে ব্যর্থ হলেও ডোয়াইন স্মিথের আক্রমণাত্মক ব্যাটিংয়ে উড়ন্ত সূচনা পায় চেন্নাই।

মাত্র ২৮ বলে ৬টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৫০ রান করা স্মিথ দলকে ১ উইকেটে ৫৯ রানের দৃঢ় ভিতের ওপর দাঁড় করিয়েছিলেন। কিন্তু এরপর নিয়মিত উইকেট হারানোয় এক সময়ে দলটির স্কোর দাঁড়ায় ৭৪/৫।

সেখান থেকে দলকে লড়াই করার মতো সংগ্রহ এনে দেয়ার কৃতিত্ব জাদেজার। আগের সাত ইনিংসে একবারও দুই অঙ্কে পৌঁছাতে না পারা বাঁহাতি এই ব্যাটসম্যান অপরাজিত থাকেন ৩৬ রানে।

১৩ রানে ২ উইকেট নিয়ে রাজস্থানের সেরা বোলার রজত ভাটিয়া।

জবাবে এক বল বাকি থাকতে ১৩৩ রানে অলআউট হয়ে যায় রাজস্থান। এ নিয়ে চারবার ১৪১ বা তার নিচের লক্ষ্য তাড়া করতে গিয়ে হারল দলটি।

লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় ওভারে অভিষেক নায়ারের রান আউটে শুরুটা ভালো হয়নি রাজস্থানের। ষষ্ঠ ওভারে ফিরে যান আরেক উদ্বোধনী ব্যাটসম্যান অজিঙ্কা রাহানেও।

পরের ওভারে পরপর দুই বলে অধিনায়ক শেন ওয়াটসন ও সঞ্জু স্যামসনকে ফিরিয়ে রাজস্থানকে সবচেয়ে বড় ধাক্কাটা দেন জাদেজা।

৪৪ রানে প্রথম চার ব্যাটসম্যানকে হারানো রাজস্থান নিয়মিত উইকেট হারানোয় এক সময়ে দলটির স্কোর দাঁড়ায় ৮৫/৮।

এরপরও চেষ্টা করেছিলেন ভাটিয়া (২৩) ও ধাওয়াল কুলকার্নি (অপরাজিত ২৮)। কিন্তু ৭ রানের ব্যবধান আর ঘুচাতে পারেননি তারা।

চেন্নাইয়ের সবচেয়ে সফল বোলার জাদেজা ৪ উইকেট নেন ৩৩ রানে। ম্যাচ সেরা হন তিনি।

চেন্নাইয়ের এটা টানা দ্বিতীয় জয় আর রাজস্থানের দ্বিতীয় হার। দুই দলই তিনটি করে ম্যাচ খেলেছে।