শ্রীলঙ্কা বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের বিরোধ মিটলো

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সঙ্গে দেশটির ক্রিকেটারদের পাওনা নিয়ে বিরোধ মিটে গেছে। বোর্ডের কথা মতো আইসিসি ও এসিসির টুর্নামেন্টগুলোতে অংশগ্রহণ ফির ১০ শতাংশ নিতে রাজি হয়েছে চুক্তির আওতায় থাকা ১৩ ক্রিকেটার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 April 2014, 03:19 PM
Updated : 23 April 2014, 03:23 PM
গত ১ মার্চ বোর্ডের সঙ্গে চুক্তি করার কথা ছিল দেশটির ক্রিকেটারদের। কিন্তু বিরোধের জের ধরে তারা চুক্তিপত্রে সই করেনি।
আইসিসি ও এসিসির টুর্নামেন্টগুলোতে অংশগ্রহণ ফির ২০ শতাংশ দাবি করেছিল ক্রিকেটাররা।
মঙ্গলবার শ্রীলঙ্কার প্রধান নির্বাচক সনাথ জয়সুরিয়াসহ তিন সদস্যের এক কমিটি টেস্ট ও ওয়ানডে অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউসের সঙ্গে আলোচনায় বসে। আলোচনা শেষে এক বিবৃতিতে এসএলসি জানায়, আগামী পাঁচ বছর আইসিসি ও এসিসির সব টুর্নামেন্টে অংশগ্রহণ ফির ১০ শতাংশ পাবে ক্রিকেটাররা এবং ঐ সময়ের মধ্যে এই বিষয়ে নতুন করে আর কোনো আলোচনা হবে না।
বোর্ডের দেয়া ঐ শর্ত ক্রিকেটাররা মেনে নিয়ে চুক্তিতে সই করতে রাজি হয়েছে বলেও জানায় এসএলসি।