মালিঙ্গাই টি-টোয়েন্টি অধিনায়ক

লাসিথ মালিঙ্গাকে শ্রীলঙ্কার নতুন টি-টোয়েন্টি অধিনায়ক ঘোষণা করেছে শ্রীলঙ্কার নির্বাচকরা। টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষ দিকে দলকে নেতৃত্ব দিয়েছিলেন সে সময় সময় সহ-অধিনায়ক থাকা এই পেসারই।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 April 2014, 10:57 AM
Updated : 24 April 2014, 01:31 PM

আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের আগে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলটি নতুন অধিনায়ক বেছে নিল। বাজে ফর্মের কারণে বিশ্বকাপে শেষ দিকে দলে জায়গা পাননি তখনকার অধিনায়ক দীনেশ চান্দিমাল।

ওয়ানডে দলের সহ-অধিনায়কত্বও হারিয়েছেন চান্দিমাল। তার জায়গায় অ্যাঞ্জেলো ম্যাথিউসের নতুন ডেপুটি হয়েছেন লাহিরু থিরিমান্নে।

টি-টোয়েন্টিতে শেষ ২০ ইনিংসে চান্দিমালের গড় ১৩.৩০। ২০১৩ সালের ফেব্রুয়ারিতে ওয়ানডের সহ-অধিনায়ক হওয়ার পর থেকে তার ব্যাটিং গড় মাত্র ২৫.৫৫। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি-ফাইনালে নিজেই একাদশ থেকে সরে দাঁড়ান চান্দিমাল।

শ্রীলঙ্কা ইংল্যান্ডের বিপক্ষে পাঁচটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলবে। আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি ওয়ানডে খেলবে তারা।