সিলেটকে হারিয়ে ষষ্ঠ চট্টগ্রাম

ম্যাচ বাঁচাতে শেষ দিনের পুরোটা সময় ব্যাট করতে হতো সিলেটকে। প্রায় অসম্ভব সে লক্ষ্যে লড়াইও করতে পারেনি দলটি। তাদেরকে ২৫৮ রানের বড় ব্যবধানে হারিয়ে জয় দিয়েই জাতীয় ক্রিকেট লিগ শেষ করলো চট্টগ্রাম।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 April 2014, 01:04 PM
Updated : 22 April 2014, 01:09 PM

এই জয়ের ফলে ৬৪ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে থেকে আসর শেষ করলো চট্টগ্রাম বিভাগ। পঞ্চম স্থানে থাকা সিলেটের পয়েন্ট ৬৭। 

মঙ্গলবার বিকেএসপির তিন নম্বর মাঠে ১ উইকেটে ৬৪ রান নিয়ে খেলতে নেমে স্কোর বোর্ডে ২২ রান যোগ করতেই শাহনাজের (৩০) উইকেট হারায় সিলেট। এরপর আর কোনো বড় জুটি গড়ে না ওঠায় ১৮০ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস। সর্বোচ্চ ৪০ রান করেন আগের দিনের ‘নাইটওয়াচম্যান’ এনামুল হক জুনিয়র।

সহজ জয় নিশ্চিত করতে বল হাতে দারুণ অবদান রাখেন চট্টগ্রামের মোহাম্মদ ইউনুস। ৪৭ রানে ৫ উইকেট নেন তিনি।

ম্যাচসেরা হয়েছেন দ্বিতীয় ইনিংসে ১৬৮ রান করা চট্টগ্রামের মুমিনুল হক। তার ঐ চমৎকার ইনিংসের সুবাদেই ৯ উইকেটে ৪১৫ রান করে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছিল চট্টগ্রাম।

প্রথম ইনিংসে চট্টগ্রামের ২১৩ রানের জবাবে ১৯০ রান করেছিল সিলেট।