রাজশাহীর নাটকীয় জয়

ঢাকা মেট্রোর বিপক্ষে ৪ উইকেটের অসাধারণ এক জয় দিয়ে জাতীয় ক্রিকেট লিগ শেষ করলো রাজশাহী বিভাগ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 April 2014, 11:58 AM
Updated : 22 April 2014, 03:26 PM

মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৬ উইকেটে ১২০ রান নিয়ে খেলতে নামে রাজশাহী। ফলে শেষ দিনে জয়ের জন্য আরো ১৫২ রানের দরকার ছিল দলটির। হাতে ছিল মাত্র ৪ উইকেট।

তবে সপ্তম উইকেটে সাব্বির রহমান ও ফরহাদ রেজার ১৫৫ রানের দারুণ জুটির সাহায্যে আর কোনো উইকেট না হারিয়েই নাটকীয় জয় নিশ্চিত করে তারা। অপরাজিত দুই ব্যাটসম্যান সাব্বির রহমান ৮৫ ও ফরহাদ রেজা ৮০ রান করেন।

ম্যাচ সেরা হয়েছেন প্রথম ইনিংসেও অর্ধশতক করা রাজশাহীর সাব্বির রহমান। প্রথম ইনিংসে ঢাকা মেট্রোর ১২৬ রানের জবাবে সাব্বিরের ৬৪ রানের সাহায্যে ২০৭ রান করেছিল রাজশাহী।

তবে দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে ঘুরে দাঁড়ায় ঢাকার ব্যাটসম্যানেরা। ৩৫২ রানের ইনিংস গড়ে রাজশাহীকে ২৭২ রানের লক্ষ্য দেয় দলটি।

১১১ পয়েন্ট নিয়ে ঢাকা বিভাগের পেছনে থেকে জাতীয় লিগ শেষ করলো রাজশাহী। ৬০ পয়েন্ট নিয়ে সপ্তম হয়েছে ঢাকা মেট্রো।