বরিশালকে ইনিংস ব্যবধানে হারালো রংপুর

বরিশাল বিভাগকে ইনিংস ও ২৫ রানে হারিয়ে তৃতীয় স্থানে থেকে জাতীয় ক্রিকেট লিগের এবারের আসর শেষ করলো রংপুর বিভাগ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 April 2014, 11:28 AM
Updated : 22 April 2014, 11:28 AM

রংপুরের পয়েন্ট ৯২। আর ৩১ পয়েন্ট নিয়ে তলানিতে থেকেই লিগ শেষ হলো বরিশালের।

মঙ্গলবার ফতুল্লার আউটার স্টেডিয়ামে ২ উইকেটে ১৩৩ রান নিয়ে ব্যাট করতে নামা বরিশালের সামনে জয়ের কোনো সম্ভাবনাই ছিল না। শেষ দিনে ৮ উইকেট হাতে নিয়ে ইনিংস পরাজয় এড়াতেই ১২১ রান দরকার ছিল দলটির।

সেটাও করতে পারেনি তারা। আগের দিনের স্কোরের সঙ্গে মাত্র ৯৫ রান যোগ করে ২২৯ রানেই গুটিয়ে যায় বরিশালের দ্বিতীয় ইনিংস। বরিশালের পক্ষে সর্বোচ্চ ৬১ রান করেন সোহাগ গাজী। প্রথম ইনিংসে ৮৭ রান করেছিলেন সোহাগ।

রংপুরের পক্ষে ৭৬ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন সোহরাওয়ার্দী শুভ।

ম্যাচ সেরা হয়েছেন ধীমান ঘোষ। প্রথম ইনিংসে তার ১৪৯ রানের উপর ভর করে ৯ উইকেটে ৫৪৩ রানে ইনিংস ঘোষণা করে রংপুর। এছাড়া ১২১ রান করে অপরাজিত ছিলেন তানভীর হায়দার।

প্রথম ইনিংসে বরিশাল করেছিল ২৮৯ রান।