জয় দিয়েই ঢাকার শিরোপা উৎসব

জয় দিয়েই জাতীয় ক্রিকেট লিগের শিরোপা উৎসব করেছে ঢাকা বিভাগ। জাতীয় ক্রিকেট লিগের শেষ দিন গতবারের চ্যাম্পিয়ন খুলনাকে সহজেই ৫ উইকেটে হারিয়েছে দ্বিতীয় দিনেই শিরোপা নিশ্চিত করা ঢাকা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 April 2014, 11:25 AM
Updated : 22 April 2014, 11:28 AM

মঙ্গলবার কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১ উইকেটে ৯৬ রান নিয়ে খেলা শুরু করে ঢাকা।

জয়ের জন্য শেষ দিন আর ১২৮ রান প্রয়োজন ছিল ঢাকার। চা-বিরতির আগেই আরো চার উইকেট হারিয়ে সেই লক্ষ্যে পৌঁছে যায় দলটি।

এতে সবচেয়ে বড় অবদান ৯০ রানের চমৎকার ইনিংস খেলা রনি তালুকদারের। তার ২৪০ বলের ইনিংসে ছিল ১১টি চার ও ২টি ছক্কা।

দ্বিতীয় সর্বোচ্চ ৩৯ রান করেন তাইবুর পারভেজ। ৩৪ রানে অপরাজিত থাকেন আব্দুল মজিদ।

শেষ দিন ঢাকার ৯ উইকেট নিতে চেষ্টার কমতি ছিল না খুলনার অধিনায়ক আব্দুর রাজ্জাকের। উইকেটরক্ষক মিঠুন আলীসহ দশ জনকে দিয়ে বল করান তিনি। শুভাগত হোম চৌধুরীকে ফিরিয়ে একটি উইকেটও পেয়েছেন মিঠুন।

জাতীয় ক্রিকেট লিগের পয়েন্ট তালিকা:

দল

ম্যাচ

জয়

হার

ড্র

মোট পয়েন্ট

ঢাকা

১৩৩.০০

রাজশাহী

১১১.০০

রংপুর

৯২.০০

খুলনা

৮৪.০০

সিলেট

৬৭.০০

চট্টগ্রাম

৬৪.০০

ঢাকা মেট্রো

৬০.০০

বরিশাল

৩১.০০