প্রধান নির্বাচকের দায়িত্ব পেলেন মঈন খান

পাকিস্তান দলের প্রধান নির্বাচক ও ব্যবস্থাপকের দায়িত্ব দেয়া হয়েছে দেশটির সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক মঈন খানকে। এছাড়া বোর্ডের চেয়ারম্যান নাজাম সেঠির উপদেষ্টা হিসেবে কাজ করবেন জহির আব্বাস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 April 2014, 05:24 PM
Updated : 21 April 2014, 05:24 PM

সোমবার এক বিবৃতিতে একথা জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য গত ফেব্রুয়ারিতে প্রধান কোচ হিসেবে মঈন খানকে দায়িত্ব দিয়েছিল পিসিবি। তবে সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের হতাশাজনক পারফরম্যান্সের কারণে মঈনের সঙ্গে চুক্তির মেয়াদ আর না বাড়ানোর সিদ্ধান্ত নেয় দেশটির ক্রিকেট কর্তৃপক্ষ।

বাংলাদেশে হওয়া ঐ প্রতিযোগিতার গ্রুপ পর্ব থেকেই ছিটকে পড়ে পাকিস্তান।

এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য পাকিস্তান দলের সংক্ষিপ্ত মেয়াদের কোচিং প্যানেলে ছিলেন জহির আব্বাসও। ব্যাটিং পরামর্শকের দায়িত্বে ছিলেন তিনি।