মুমিনুলের শতকে জয়ের স্বপ্ন চট্টগ্রামের

মুমিনুল হকের শতকে সিলেট বিভাগকে বড় লক্ষ্য দেয়া চট্টগ্রাম জয়ের স্বপ্ন দেখছে। ৪৩৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তৃতীয় দিন শেষে ১ উইকেটে ৬৪ রান করেছে সিলেট।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 April 2014, 11:57 AM
Updated : 21 April 2014, 11:57 AM

এখনো ৩৭৫ রান প্রয়োজন। জয় প্রায় অসম্ভব, ম্যাচ বাঁচাতে পুরো একটা দিন ব্যাট করতে হবে সিলেটকে। হাতে আছে ৯ উইকেট।

সোমবার বিকেএসপির তিন নম্বর মাঠে ৩ উইকেটে ১৫২ রান নিয়ে খেলা শুরু করে চট্টগ্রাম। ৯ উইকেটে ৪১৫ রানে ইনিংস ঘোষণা করে তারা। এতে সবচেয়ে বড় অবদান মুমিনুলের।

আহমেদ সাদিকুরের পঞ্চম শিকারে পরিণত হওয়ার আগে ১৬৮ রানের মূল্যবান ইনিংস খেলেন মুমিনুল। তার ২৩৫ বলের ইনিংসে ছিল ২০টি চার।

এ রান করার পথে আব্দুল্লাহ আল মামুনের (৪২) সঙ্গে ৭১, ফয়সাল হোসেনের (২৮) সঙ্গে ৫৯ ও জসিম উদ্দিনের (২৮) সঙ্গে ৯৩ রানের তিনটি চমৎকার জুটি উপহার দেন তিনি।

১০৫ রানে ৭ উইকেট নিয়ে সিলেটের সেরা বোলার সাদিকুর। প্রথম ইনিংসে ৩৪ রানে ৩ উইকেট নিয়েছিলেন তিনি।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে তৃতীয় দিন কেবল সায়েম আলমের (৩৯) উইকেট হারিয়েছে সিলেট। শাহনাজ ১৮ ও ‘নাইটওয়াচম্যান’ এনামুল হক জুনিয়র ২ রানে অপরাজিত।