হারের শঙ্কায় রাজশাহী

জাতীয় ক্রিকেট লিগের শেষটা স্মরণীয় করে রাখার সুযোগ ঢাকা মেট্রোর সামনে। রাজশাহীর বিপক্ষে চতুর্থ ও শেষ দিনে জয়ের জন্য আর ৪ উইকেট চাই তাদের। অন্যদিকে, শিরোপা স্বপ্ন ভেঙে যাওয়া রাজশাহীকে করতে হবে আরো ১৫২ রান।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 April 2014, 11:55 AM
Updated : 21 April 2014, 11:55 AM

সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৫ উইকেটে ২৫৩ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে ঢাকা। শুরতেই আসিফ আহমেদের (৫৪) বিদায়ে বড় একটা ধাক্কা খায় দলটি।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে এক সময়ে ঢাকার স্কোর দাঁড়ায় ২৬৮/৯। সেখান থেকে দলের সংগ্রহ ৩৫২ পর্যন্ত যায় ইলিয়াস সানি (অপরাজিত ৫৫) ও তালহা যুবায়েরের দৃঢ়তায়। দশম উইকেটে ৮৪ রানের জুটি গড়েন এ দুজনে।

৮৩ রানে ৫ উইকেট নিয়ে রাজশাহীর সেরা বোলার তাইজুল ইসলাম। এছাড়া সানজামুল ইসলাম ২ উইকেট নেন ৬৩ রানে।

প্রথম ইনিংসে ঢাকাকে ১২৬ রানে অলআউট করে ৮১ রানের লিড নেয়ায় রাজশাহীর লক্ষ্য দাঁড়ায় ২৭২ রান।

জবাবে দিন শেষে ৬ উইকেটে রাজশাহীর সংগ্রহ ১২০ রান। জুনায়েদ সিদ্দিক (২৮) ও হাবিবুর রহমানের (২৪) ৫২ রানের জুটির পর আর তেমন কোনো জুটি গড়তে পারেনি দলটি।

সাব্বির রহমান ১৭ ও ফরহাদ রেজা শূন্য রানে ব্যাট করছেন।

ঢাকার পক্ষে দুটি করে উইকেট নেন সানি ও মোহাম্মদ শহীদ।