বেঁচে গেলেন কেমার রোচ

বেঁচে গেলেন কেমার রোচ। বার্বাডোজে গাড়ি চালানোর সময় মারাত্মক দুর্ঘটনায় পড়লেও তেমন কোনো আঘাত পাননি ওয়েস্ট ইন্ডিজের এই ফাস্ট বোলার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 April 2014, 08:19 AM
Updated : 21 April 2014, 08:22 AM

ওয়েস্ট ইন্ডিজের গণমাধ্যমগুলো জানায়, শনিবার ২৫ বছর বয়সী রোচ তার বিএমডব্লিউ গাড়িটি চালাচ্ছিলেন। শহরের বাইরে ওয়ানস্টিড ড্রাইভে পিচ্ছিল রাস্তার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি।

নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা গাড়িটি রাস্তায় বেশ কয়েকবার পাক খেয়ে থ্রি ডব্লিউ পার্কে গিয়ে পড়ে। দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়িটির দুটি চাকা ভেঙে যায়।

মাথায় কিছুটা আঘাত পেলেও এমন একটি দুর্ঘটনার পর সুস্থই আছেন রোচ। ২৩ টেস্ট ও ৬১টি ওয়ানডে খেলা রোচ দুর্ঘটনার পর অনলাইনে সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে বার্তা দিয়ে বন্ধু ও ভক্তদের চিন্তামুক্ত করেন।

“আমার বন্ধু, পরিবার আর সমর্থকদের ভয় পাইয়ে দেয়ার জন্য দু:খিত। কিন্তু আমি ঠিক আছি! ভালোবাসার জন্য ধন্যবাদ।”