ফয়সালের ঘূর্ণিতে চালকের আসনে চট্টগ্রাম

ফয়সাল হোসেনের ঘূর্ণিতে সিলেট বিভাগকে কম রানে বেঁধে ফেলে নাজিম উদ্দিন ও মুমিনুল হকের অর্ধশতকে বড় লিডের দিকে এগুচ্ছে চট্টগ্রাম বিভাগ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 April 2014, 01:27 PM
Updated : 20 April 2014, 01:29 PM

জাতীয় লিগের শেষ রাউন্ডে রোববার দ্বিতীয় দিন বিকেএসপির তিন নম্বর মাঠে ৩ উইকেটে ৭৫ রান নিয়ে খেলা শুরু করে সিলেট। শতরান পেরুনোর পর ‘নাইটওয়াচম্যান’ এনামুল হক জুনিয়র বিদায়ে দিনের প্রথম উইকেট হারায় সিলেট।

৩৬ রানে সিলেটের ৫ উইকেট নিয়েছেন চট্টগ্রামের স্পিনার ফয়সাল হোসেন।

মিডলঅর্ডার ব্যাটসম্যান রাজিন সালেহ ছাড়া আর কোনো ব্যাটসম্যান ভালো না করায় শেষ পর্যযন্ত দুইশ’ পর্যন্ত যেতে পারেনি সিলেট। সর্বোচ্চ ৫৯ রান করা রাজিনের ১৩২ বলের ইনিংসে ছিল ৫টি চার ও ৩টি ছক্কা।
সিলেটকে ১৯০ রানে বেধে রাখায় সবচেয়ে বড় অবদান ফয়সালের। ৩৬ রানে ৫ উইকেট নেন এই বাঁহাতি স্পিনার।
২৩ রানে এগিয়ে থেকে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে দলকে ভালো সূচনা এনে দিয়েছিলেন নাজিম ও ইরফান সুকুর (২৪)। ৬৪ রানের উদ্বোধনী জুটি ভাঙার পর কোনো রান না করেই ইয়াসির আলীর বিদায়ে চাপে পড়ে চট্টগ্রাম।
তৃতীয় উইকেটে মমিনুল হকের সঙ্গে ৮৮ রানের আরেকটি কার্যধকর জুটি উপহার দেন নাজিম। ৬৮ রান করে নাজিম ফিরে গেলেও ৫৩ রানে অপরাজিত রয়েছেন মুমিনুল।